হোম > প্রযুক্তি

চীনে ডেটা শেয়ারিং শঙ্কায় ভারতে ব্যাটল রয়্যাল গেমে নিষেধাজ্ঞা 

চীনে ডেটা শেয়ারিং ও মাইনিং শঙ্কায় জনপ্রিয় ব্যাটল রয়্যাল গেমে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। দক্ষিণ কোরিয়ার গেম নির্মাতা ক্রাফটন ইনকরপোরেটেডের এই গেমর নাম ‘ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া’। ভারতের সরকারি এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এক প্রতিবেদনে রয়টার্স জানায়, জাতীয় নিরাপত্তা উদ্বেগের কারণ দেখিয়ে ভারতের আইটি আইনের বরাতে গেমটিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারতীয় সরকার। এ লক্ষ্যে ২০২০ সালে আইন তৈরি করেছিল ভারত, যার প্রয়োগে সে সময় পাবজিসহ বেশ কিছু অ্যাপ নিষিদ্ধ হয় দেশটিতে।

তবে ব্যাটল রয়্যাল গেমের নিষেধাজ্ঞা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি সরকার। গত বৃহস্পতিবার (২৮ জুলাই) থেকে গুগল প্লে স্টোর ও অ্যাপলের অ্যাপ স্টোরে গেমের অ্যাপটি দেখা যায়নি।

২০২০ সালে ক্রাফটনের আরেকটি টাইটেল ‘প্লেয়ার আননোন’স ব্যাটলগ্রাউন্ডস (পাবজি) গেমেও নিষেধাজ্ঞা দেয় দক্ষিণ এশিয়ার দেশটি। এরপর নয়াদিল্লির দেওয়া ১০০টির বেশি চীনভিত্তিক মোবাইল অ্যাপ নিষেধাজ্ঞার অংশ ছিল। এই নিষেধাজ্ঞার ব্যাপ্তি আরও বেড়ে ৩০০-এর বেশি অ্যাপ পর্যন্ত পৌঁছেছে।

রয়টার্সকে গুগলের এক মুখপাত্র বলেছেন, সরকারি নির্দেশের পর গেমটিতে নিষেধাজ্ঞা দিয়েছে তারা। এ বিষয়ে ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় ও অ্যাপলের মন্তব্য জানতে চাইলেও তাৎক্ষণিক কোনো উত্তর মেলেনি।

এদিকে সিউলে ক্রাফটনের এক মুখপাত্র বলেছেন, ভারতে এই পরিস্থিতির প্রকৃত কারণ খুঁজে বের করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কথা বলছেন তাঁরা।

প্রযুক্তির খবর সম্পর্কিত আরও পড়ুন:

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব