হোম > খেলা > ক্রিকেট

মাঠের বাইরেও সময়টা দারুণ কাটছে সাকিবের

বাম বাহু দিয়ে সাকিব আল হাসান জড়িয়ে ধরেছেন একমাত্র পুত্র আইজাহ আল হাসানকে। আরেক বাহুতে জড়িয়েছেন ছোট কন্যা ইরাম হাসানকে। আর বড় মেয়ে আলাইনা হাসানের ঠাঁই বাবার ঘাড়ে। এই ছবি দেখে যে কারওই মনে হতে পারে, পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বোধ হয় সাকিব আল হাসান! কে জানে, সাকিব নিজেও হয়তো এমনটাই বোধ করছেন!

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি পোস্ট করেছেন সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির। ছবি দেখে বোঝা যাচ্ছে পরিবারের সঙ্গে সময়টা দারুণ উপভোগ করছেন সাকিব। গতকালও যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের বাড়িটির উঠানে সাকিব মেতেছিলেন পুত্র কন্যা আর স্ত্রীকে নিয়ে। আয়োজন করেছিলেন বারবিকিউয়েরও। ফেসবুকে পোস্ট করে সাকিবের শিশির মজা করে সাকিবকে ইঙ্গিত করে লিখেছিলেন, ‘যখন তার (সাকিব) বাড়িতে উৎসব চলছে।’ 

পরিবারের সঙ্গে সময়টা নিজের মতো করেই কাটাচ্ছেন সাকিব। পেশাদারিত্বের দায়বদ্ধতায় বেশির ভাগ সময় থাকতে হয় পরিবার ছাড়াই। ক্রিকেটীয় ব্যস্ততার ফাঁকে তাই যখনই পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পান, হাতছাড়া করেন না সাকিব। শিশিরের সুবাদে সাকিব ভক্তরাও দেখতে সেগুলো দেখতে পারছেন। জানতে পারছেন খেলার বাইরে সময়টা কীভাবে কাটাচ্ছেন প্রিয় ক্রিকেটার। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে সফল এক সিরিজ শেষে ১১ তারিখ রাতেই যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে রওনা দিয়েছিলেন সাকিব। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে যুক্তরাষ্ট্র থেকেই দলের সঙ্গে যোগ দিয়েছিলেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটে-বলে তিন সংস্করণের সিরিজ জয়ে অবদান রেখেছিলেন। সর্বশেষ অস্ট্রেলিয়া সিরিজে ছিলেন আরও দুর্দান্ত। দারুণ অলরাউন্ড পারফরম্যান্সে সিরিজ সেরাও হয়েছেন। মাঠের ভালো সময়টা এবার পরিবারের সঙ্গে ভাগাভাগি করছেন সাকিব। 

সামনে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে পুরো সময়টা পরিবারকে দিতে উড়াল দেন যুক্তরাষ্ট্রে। অবশ্য সিরিজের আগেই আবার দলে সঙ্গে যোগ দেওয়ার কথা সাকিবের। দলের সবার মতো ছুটি শেষে ২০-২১ আগস্ট কোয়ারেন্টাইনে ঢোকার কথা সাকিবের। এর আগের সাকিবের সময়টা তাই বরাদ্দ স্ত্রী, কন্যা আর পুত্রর জন্যই।

নোয়াখালীকে হ্যাটট্রিক হারের লজ্জা দিল রাজশাহী

কাঁপাচ্ছেন রিশাদ, উড়ছে হোবার্টও

বিপিএলে নতুন কোচ নিল ঢাকা

‘সোনার বাংলা’ নামে নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট আনছে বিসিবি

দুই দিনে টেস্ট শেষ হওয়ায় মেলবোর্নকে বাজে রেটিং দিল আইসিসি

সাকিব ভাইকে সবাই পেতে চায়: তাসকিন

‘মোস্তাফিজ ৯ কোটির জায়গায় ১৮ কোটি পেলেও অবাক হতাম না’

রংপুরের কাছে এবার উড়ে গেল চট্টগ্রাম

বিসিএলে প্রত্যাশার চেয়েও বেশি পেয়েছেন মোস্তারি

আগুনে বোলিংয়ে তাসকিনদের রেকর্ডে ভাগ বসালেন পাকিস্তানি ক্রিকেটার