বাম বাহু দিয়ে সাকিব আল হাসান জড়িয়ে ধরেছেন একমাত্র পুত্র আইজাহ আল হাসানকে। আরেক বাহুতে জড়িয়েছেন ছোট কন্যা ইরাম হাসানকে। আর বড় মেয়ে আলাইনা হাসানের ঠাঁই বাবার ঘাড়ে। এই ছবি দেখে যে কারওই মনে হতে পারে, পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বোধ হয় সাকিব আল হাসান! কে জানে, সাকিব নিজেও হয়তো এমনটাই বোধ করছেন!
সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি পোস্ট করেছেন সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির। ছবি দেখে বোঝা যাচ্ছে পরিবারের সঙ্গে সময়টা দারুণ উপভোগ করছেন সাকিব। গতকালও যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের বাড়িটির উঠানে সাকিব মেতেছিলেন পুত্র কন্যা আর স্ত্রীকে নিয়ে। আয়োজন করেছিলেন বারবিকিউয়েরও। ফেসবুকে পোস্ট করে সাকিবের শিশির মজা করে সাকিবকে ইঙ্গিত করে লিখেছিলেন, ‘যখন তার (সাকিব) বাড়িতে উৎসব চলছে।’
সামনে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে পুরো সময়টা পরিবারকে দিতে উড়াল দেন যুক্তরাষ্ট্রে। অবশ্য সিরিজের আগেই আবার দলে সঙ্গে যোগ দেওয়ার কথা সাকিবের। দলের সবার মতো ছুটি শেষে ২০-২১ আগস্ট কোয়ারেন্টাইনে ঢোকার কথা সাকিবের। এর আগের সাকিবের সময়টা তাই বরাদ্দ স্ত্রী, কন্যা আর পুত্রর জন্যই।