হোম > খেলা > ক্রিকেট

দলের জন্য খেলে শুধু হতাশাই পেলেন সায়েম

ক্রীড়া ডেস্ক    

সেঞ্চুরিও হাতছাড়া করলেন সায়েম, হারল দলও। ছবি: এএফপি

৫৭ বলে ৯৮ রান, ইনিংসের আরও ৯ বল বাকি। কিন্তু শেষ ৯ বলে স্ট্রাইক পেলেন না সায়েম আইয়ুব! ২ রানের জন্য হলো না টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি। সায়েমকে অবশ্য খুব বেশি হতাশ হতে দেখা যায়নি। উল্টো স্ট্রাইকে থাকা ব্যাটারকে পিঠ সাপটে দিলেন বারবার এবং স্কোরে যত বেশি রান জমা করা যায়, মেরে খেলতে বললেন সতীর্থকে। সায়েমের সেঞ্চুরি ছুঁই ছুঁই ইনিংসে সৌজন্যে সেঞ্চুরিয়ানে পাকিস্তান পেয়েছিল ৫ উইকেটে ২০৬ রানের বিশাল সংগ্রহ।

কিন্তু বোলারদের উদারতায় রিজা হেনড্রিকসের ঝোড়ো সেঞ্চুরিতে সায়েমের ইনিংস ছাপিয়ে ৩ বল হাতে রেখে ৭ উইকেটের দারুণ জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ১৯.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে পাকিস্তানের দেওয়া ২০৭ রানের লক্ষ্য তাড়া করেছে দক্ষিণ আফ্রিকা। ৬৩ বলে ১১৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন রিজা। হাতে তুলেছেন ম্যাচসেরা পুরস্কারও।

বিপরীতে নিজের সেঞ্চুরি হাতছাড়ার সঙ্গে দলের হারও দেখলেন সায়েম। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এরই মধ্যে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে প্রোটিয়ারা। আজ জোহানেসবার্গে শেষ টি-টোয়েন্টিতে হারিয়ে পাকিস্তানকে প্রথমবারের মতো কুড়ি ওভারের সিরিজে ধবলধোলাইয়ের সুযোগ তাদের সামনে।

সেঞ্চুরিয়নে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। সায়েমের ৫৭ বলে ১১টি চার ও ৫ ছক্কায় ৯৭ রান, বাবর আজমের ২০ বলে ৩১, ইরফান খানের ১৬ বলে ৩০ ও আব্বাস আফ্রিদির ৪ বলে ১১ রানের সৌজন্যে ৫ উইকেটে ২০৬ রানের স্কোর গড়ে পাকিস্তান। অভিষেক ম্যাচে দক্ষিণ আফ্রিকার পেসার দাইয়ান গালিম ২৪ রান দিয়ে ২টি ও ওটেনেইল বার্টমান নিয়েছেন ২টি উইকেট।

পাকিস্তানের দেওয়া ২০৭ রানের লক্ষ‍্য তারা ছুঁয়ে ফেলেছে ৩ বল বাকি থাকতে। ৬৩ বলে ১০ ছক্কা ও ৭ চারে খেললেন ১১৭ রানের দারুণ এক ইনিংস খেলেছেন রিজা। কুইন্টন ডি কককে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার হয়ে সবচেয়ে বেশি ১৭টি পঞ্চাশ ছোঁয়া ইনিংসের কীর্তিও গড়লেন এই ওপেনার। ৩৮ বলে ৫ ছক্কা ও ৩ চারে ৬৬ রানে অপরাজিত থাকেন রাসি ফন ডার ডুসেন। পাকিস্তানের পেসার জাহানদাদ খান ৪০ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।

নোয়াখালীকে হ্যাটট্রিক হারের লজ্জা দিল রাজশাহী

কাঁপাচ্ছেন রিশাদ, উড়ছে হোবার্টও

বিপিএলে নতুন কোচ নিল ঢাকা

‘সোনার বাংলা’ নামে নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট আনছে বিসিবি

দুই দিনে টেস্ট শেষ হওয়ায় মেলবোর্নকে বাজে রেটিং দিল আইসিসি

সাকিব ভাইকে সবাই পেতে চায়: তাসকিন

‘মোস্তাফিজ ৯ কোটির জায়গায় ১৮ কোটি পেলেও অবাক হতাম না’

রংপুরের কাছে এবার উড়ে গেল চট্টগ্রাম

বিসিএলে প্রত্যাশার চেয়েও বেশি পেয়েছেন মোস্তারি

আগুনে বোলিংয়ে তাসকিনদের রেকর্ডে ভাগ বসালেন পাকিস্তানি ক্রিকেটার