বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগ দেখবেন রুবাবা দৌলা। বিসিবির একমাত্র নারী পরিচালককে এই বিভাগের দায়িত্ব দেওয়া হলো। বিসিবি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
নারী বিভাগ, এইচপি, গ্রাউন্ডস কমিটি—একযোগে আজ তিন বিভাগে রদবদল এনেছে বিসিবি। পরিবর্তনের পর নারী বিভাগে আবদুর রাজ্জাকের স্থলাভিষিকক্ত হয়েছেন রুবাবা। রাজ্জাক এখন নারী বিভাগের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। বাংলাদেশের সাবেক বাঁহাতি স্পিনারকে হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) প্রধান করা হয়েছে। খালেদ মাসুদ পাইলটের স্থলাভিষিক্ত হয়েছেন রাজ্জাক। পাইলটকে এখন করা হয়েছে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান। এত দিন এই বিভাগের দায়িত্বে ছিলেন স্বয়ং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
রাজ্জাক আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে বিসিবির টিম ডিরেক্টর হিসেবে কাজ করবেন। এই সিরিজের জন্য মোহাম্মদ আশরাফুলকে বিশেষজ্ঞ ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। আগামীকাল মিরপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। এই ম্যাচ দিয়েই বাংলাদেশের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে যাচ্ছেন মুশফিকুর রহিম।
মুশফিকের শততম টেস্টে বিসিবি অনেক কিছু আয়োজন করবে বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি। বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট সিরিজের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। ২৭ ও ২৯ নভেম্বর প্রথম দুই টি-টোয়েন্টি হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। ২ ডিসেম্বর মিরপুরে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। আজ তিন সংস্করণে তিন সহ-অধিনায়কের নামও ঘোষণা করেছে বিসিবি।