হোম > খেলা > ক্রিকেট

শান্তকে ধুয়ে দিলেন বিসিবি পরিচালক

যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হেরে যাওয়ার পর ম্যাচ শেষে উইকেটের ওপর দোষ চাপিয়েছেন নাজমুল হোসেন শান্ত। ঘরের মাঠে ভালো উইকেটে খেলতে না পারায় যুক্তরাষ্ট্রে সঙ্গে এমন অঘটন হয়েছে বলে জানান বাংলাদেশের অধিনায়ক। 
 
তবে শান্তর সঙ্গে একমত নন নাঈমুর রহমান দুর্জয়। বাজে পারফরম্যান্সের অজুহাত উইকেটের ওপর চাপিয়ে দেওয়াটা মানতে পারছেন না বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক। শান্তকে এক রকম ধুয়ে দিয়েছেন তিনি। 

ম্যাচ হারা নিয়ে সংবাদমাধ্যমকে দুর্জয় বলেছেন, ‘ঘরের মাঠে উইকেট ভালো না। এটা অজুহাত। পিচ যদি স্লো উইকেটও বানানো হয়, সেটা দলের চাওয়াতেই হয়। এখন তোমরা উইকেটের অজুহাত দাও বিদেশে গিয়ে। সবাই হোম কন্ডিশনের একটা সুবিধা নেয়, দলের চাওয়া থেকেই সেটা করা হয়। কোন উইকেট হলে দল পারফর্ম করবে, সে চাওয়াটা দল থেকেই আসে। কাজেই এখন উইকেটে দোহাই দিলে তো আমরা মানতে পারি না।’ 

জাতীয় দলে অজুহাতের জায়গা নেই বলে বাংলাদেশি খেলোয়াড়দের স্মরণ করে দিয়েছেন দুর্জয়। যে পরিস্থিতি হোক না কেন পারফর্ম করতে হবে বলে জানিয়েছেন সাবেক অধিনায়ক। তিনি বলেছেন, ‘জাতীয় দল পারফর্ম করার জায়গা, সেখানে আমি উইকেটের দোহাই দিই, এসব অজুহাত কিন্তু গ্রহণযোগ্য না। কারণ পারফর্ম করতে গিয়েছি, আমরা জাতীয় দলে খেলছি, ওখানে যে পরিস্থিতিই হোক পারফরম করতে হবে। 

এর আগে ম্যাচ হারার পর শান্ত বলেছেন, ‘আমরা জিম্বাবুয়ে সিরিজেও ভালো উইকেট পাইনি। ব্যাটাররা তাই খুব ভুগছে। তবে এগুলো সবই মানসিক ব্যাপার। আশা করি ব্যাটাররা শিগগিরই ফর্মে ফিরবে।’ 

আন্তর্জাতিক ক্রিকেটে গতকাল প্রথমবারের মতো বাংলাদেশ-যুক্তরাষ্ট্র মুখোমুখি হয়েছিল। হিউস্টনে প্রথম দেখায় ৫ উইকেটের ঐতিহাসিক জয় পায় স্বাগতিক যুক্তরাষ্ট্র। গতকাল প্রথমে ব্যাট করে হৃদয়ের ফিফটিতে ৬ উইকেটে ১৫৩ রান করে বাংলাদেশ। পরে সেই লক্ষ্য ৩ বল হাতে রেখেই জয় পায় যুক্তরাষ্ট্র। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানের জয় পেলেও বাংলাদেশের ব্যাটিং ছিল হতশ্রী।

আরও পড়ুন:

বিয়ে করেছেন ক্রিকেটার রুমানা

আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপ শুরু যুবাদের

শতভাগ ফিট হয়ে নির্বাচকেদের দিকে তাকিয়ে খাজা

প্রথম ম্যাচেই বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাল আফগানিস্তান

দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ ভারতের ৪ ক্রিকেটার

হ্যাট্রটিক শিরোপার মিশনে ফিল্ডিংয়ে বাংলাদেশ

২২৯ রান করেও আফসোসটা থেকেই গেল ডাচ ক্রিকেটারের

ইংল্যান্ড দলে ২০ বছরে যা পাননি, এবার তা-ই পেলেন অ্যান্ডারসন

গম্ভীর কি ক্রিকেট কোচ নাকি ফুটবল কোচ, প্রশ্ন ভারতীয় ক্রিকেট বিশ্লেষকের

গতিতারকা শোয়েব আখতারকে যেভাবে কাজে লাগাতে চায় ঢাকা