হোম > খেলা > ক্রিকেট

টুপিতে ইমরান খানের কয়েদি নম্বর পরায় কঠিন শাস্তি জামালের

ক্রীড়া ডেস্ক    

কঠিন শাস্তি আমের জামালের। ছবি: সংগৃহীত

রাজনৈতিক মামলায় এখন কারাভোগ করছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। এর প্রতিবাদ করতে গিয়েই এবার শাস্তি পেতে হলো আমের জামালকে। ইমরান খানের কয়েদি নম্বর ‘৮০৪ ’। প্রতিবাদের ভাষা হিসেবে তাঁর কয়েদি নম্বর ব্যবহার করেছেন এ অলরাউন্ডার। এ কারণে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছে পিসিবি।

পাকিস্তান সংবাদমাধ্যমের প্রতিবেদন, এই অভিযোগে আমের জামালকে ১৪ লাখ রুপি জরিমানা করেছে পিসিবি। জামালকে শাস্তির কারণ হিসেবে তারা জানায়, ২০২৪ সালের অক্টোবরে পাকিস্তান-ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্টের সময় মুলতানে ‘৮০৪’ লেখা টুপি পরেছিলেন তিনি। আর ওই টুপি পরেই মাঠে সম্প্রচার ক্যামেরার সামনে কথা বলেন এই পেসার। যাকে বোর্ডের ‘নিরপেক্ষতা নীতির’ লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে পিসিবি।

পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের অবস্থান স্পষ্ট করে জানায়, জাতীয় দলের খেলোয়াড়দের দেশের প্রতিনিধিত্ব করার সময় রাজনৈতিক প্রতীক পরিহার করা উচিত। তবে এই জরিমানা নতুন বিতর্কের জন্ম দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বলছেন রাজনীতিকে খেলাধুলা থেকে আলাদা রাখা উচিত। অনেকে মনে করছেন, জামালের জন্য এই শাস্তি খুবই কঠিন হয়ে গেছে।

জামালের পাশাপাশি অস্ট্রেলিয়া সফরের সময় দেরি করে হোটেলে ফেরার কারণে সালমান আলী আগা, সাইম আইয়ুব ও আবদুল্লাহ শফিককে ৫ লাখ রুপি করে জরিমানা করা হয়েছে। সুফিয়ান মুকিম, আব্বাস আফ্রিদি ও উসমান খানকেও দক্ষিণ আফ্রিকায় সামান্য দেরি করার জন্য ২০০ ডলার করে জরিমানা করা হয়েছিল, তবে পাকিস্তানের ওয়ানডে সিরিজ জয়ের পর তাঁদের জরিমানা প্রত্যাহার করা হয়।

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা