হোম > খেলা > ক্রিকেট

ফিরেছেন সাকিব-সৌম্যরা, না খেলেই বাদ আফিফ-ইমন

বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজের চট্টগ্রাম পর্ব শেষ হয়েছে গতকাল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে সিরিজের শেষ অংশ। শেষ দুই ম্যাচের দল আজ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন দুই সাকিব আল হাসান, সৌম্য সরকারের মতো তারকারা।

প্রথম তিন টি-টোয়েন্টির থেকে শেষ দুই ম্যাচের দলে তিন পরিবর্তন এনেছে বিসিবি। সাকিব-সৌম্যর সঙ্গে ফিরছেন মোস্তাফিজুর রহমান। আইপিএলের ধকল কাটাতে মোস্তাফিজকে চট্টগ্রাম পর্বে পাওয়া যাবে না, সেটা আগেই জানিয়েছিল বিসিবি। সাকিবের প্রথম তিন টি-টোয়েন্টি না খেলার কারণ ছিল ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলা। সৌম্য ফিরেছেন চোট কাটিয়ে। এ বছরের ১৮ মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ঘাড়ে ও হাঁটুতে মারাত্মক চোট পান তিনি। তারপর থেকেই ছিলেন পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্যে। বাংলাদেশের বাঁহাতি ব্যাটারের জন্য নির্বাচকেরা অপেক্ষা করছিলেন। কারণ তাঁর (সৌম্য) ফিটনেস দেখেই বিশ্বকাপের দল ঘোষণা করবেন নির্বাচকেরা।

মিরপুর অংশে বাদ পড়েছেন পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব ও শরীফুল ইসলাম। যেখানে শরীফুলকে শেষ দুই টি-টোয়েন্টির জন্য বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবি। আফিফ, ইমন চট্টগ্রাম পর্বের দলে থাকলেও কোনো ম্যাচে একাদশে সুযোগ পাননি। ইমন সবশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন গত বছরের অক্টোবরে এশিয়ান গেমসে। আফিফ সবশেষ বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি খেলেন ২০২৩ সালের ৩১ ডিসেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে। 

প্রথম তিন ম্যাচ জিতে বাংলাদেশ আগেই টি-টোয়েন্টি সিরিজ জিতে গেছে। মিরপুরে ১০ ও ১২ মে হবে চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে বাংলাদেশ। মুখোমুখি ২৩ ম্যাচের লড়াইয়ে বাংলাদেশ জিতেছে ১৬ ম্যাচ, জিম্বাবুয়ে ৭ ম্যাচ জিতেছে।  

শেষ দুই টি-টোয়েন্টিতে বাংলাদেশের দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, জাকের আলী অনিক, সাকিব আল হাসান, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন

বিয়ে করেছেন ক্রিকেটার রুমানা

আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপ শুরু যুবাদের

শতভাগ ফিট হয়ে নির্বাচকেদের দিকে তাকিয়ে খাজা

প্রথম ম্যাচেই বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাল আফগানিস্তান

দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ ভারতের ৪ ক্রিকেটার

হ্যাট্রটিক শিরোপার মিশনে ফিল্ডিংয়ে বাংলাদেশ

২২৯ রান করেও আফসোসটা থেকেই গেল ডাচ ক্রিকেটারের

ইংল্যান্ড দলে ২০ বছরে যা পাননি, এবার তা-ই পেলেন অ্যান্ডারসন

গম্ভীর কি ক্রিকেট কোচ নাকি ফুটবল কোচ, প্রশ্ন ভারতীয় ক্রিকেট বিশ্লেষকের

গতিতারকা শোয়েব আখতারকে যেভাবে কাজে লাগাতে চায় ঢাকা