হোম > খেলা > ক্রিকেট

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে শ্রীলঙ্কার স্পিনার পুলিশের হাতে আটক

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন শ্রীলঙ্কার সাবেক স্পিনার সচিত্র সেনানায়েকে। আজ খবরটি নিশ্চিত করেছে এএফপি। দেশটির ক্রিকেট থেকে দুর্নীতি অপসারণের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 

৩৮ বছর বয়সী এই সাবেক ক্রিকেটারকে ক্রীড়া সম্পর্কিত অপরাধে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এএফপিকে এমনটায় জানিয়েছে পুলিশের এক মুখপাত্র। 

তবে সেনানায়েকের বিরুদ্ধে এখনো আনুষ্ঠানিক মামলা দায়ের করা হয়নি। তবে ওই মুখপাত্র জানিয়েছেন, তাঁর অপরাধটি লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) সঙ্গে সম্পর্কিত। 

এই অপরাধের পুলিশি তদন্তের সময় গত মাসে সেনানায়েকের পাসপোর্ট জব্দ করে আদালত। পুলিশ জানিয়েছে, সেনানায়েকই প্রথম খেলোয়াড় যিনি ম্যাচ পাতানোর মতো অপরাধের ২০১৯ সালের আইন ভঙ্গ করেছেন। তাঁর অপরাধ প্রমাণিত হলে কমপক্ষে ১০ বছরের জেল হতে পারে। জরিমানা হিসেবে গুনতে হতে পারে ১০০ মিলিয়ন রুপি। 

সেনানায়েকেকে শ্রীলঙ্কার হয়ে সর্বশেষ দেখা গেছে ২০১৬ সালে। ৭৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। ২০২০ সালে এলপিএলে দুজন খেলোয়াড়কে ম্যাচ পাতাতে প্রভাবিত করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। 

আইসিসি শ্রীলঙ্কাকে ক্রিকেটে অন্যতম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বিবেচনা করার পর দেশটির সাবেক ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্দো কঠোর নতুন আইন প্রবর্তন করেন। আরেক সাবেক ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দ আলুথগামগে ২০২১ সালে সংসদে জানান, শ্রীলঙ্কার ক্রিকেটে ব্যাপক হারে ম্যাচ ফিক্সিং ছড়িয়ে পড়েছে। 

১৯৯৬ সালে লঙ্কানদের বিশ্বকাপ জেতানো অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা ২০১২ সালে সমর্থকদের আহ্বান জানান, জাতীয় দলের ভেতর অব্যবস্থাপনা, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে দাঁড়াতে ম্যাচ বয়কটের জন্য।

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত

ওয়াসিম আকরামকে পেছনে ফেলে সবার ওপরে স্টার্ক

অ্যাশেজে সৈকতের আম্পায়ারিংকে বাংলাদেশ ক্রিকেটের জন্য গৌরবের বলছেন ইমরুল