হোম > খেলা > ক্রিকেট

সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন হরভজন

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল ক্রিকেটকে বিদায় বলতে যাচ্ছেন হরভজন সিং। সেটিই শেষ পর্যন্ত সত্যি হলো। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ভাজ্জি। 

জীবনে সবকিছুই হরভজন পেয়েছেন ক্রিকেট থেকে। ক্যারিয়ারজুড়ে ভালো সময় কিংবা খারাপ সময়ে যাঁরা তাঁর সঙ্গে ছিলেন, বিদায়বেলায় ধন্যবাদ জানিয়েছেন তাঁদের, ‘সব ভালো জিনিসেরই একটা শেষ থাকে। আজ আমি সেই খেলাকে বিদায় জানাচ্ছি, যেটা আমাকে জীবনে সবকিছু দিয়েছে। দীর্ঘ এই যাত্রাকে যাঁরা স্মরণীয় করে রাখতে সাহায্য করেছেন, তাঁদের সবাইকে কৃতজ্ঞতা জানাই। আন্তরিক ধন্যবাদ আপনাদের।’ 

বিদায়ী বার্তার শেষে একটি ভিডিও বার্তার লিংকও দিয়েছেন হরভজন। যেখানে তিনি বলেছেন, ‘জলন্ধরের অচেনা গলি থেকে ভারতীয় দলের সঙ্গে ২৫ বছরের এই যাত্রা দারুণ সুন্দর ছিল। যখনই আমি ভারতের জার্সিতে মাঠে নেমেছি, এর চেয়ে বড় অনুপ্রেরণা আমার জীবনে আর কিছুই ছিল না। তবে একটা সময় আসে, যখন জীবনে আপনাকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়। জীবনে সামনের দিকে এগিয়ে যেতে হয়। গত কয়েক বছর ধরেই আমি একটা কথা ঘোষণা করতে চাইছিলাম। অপেক্ষা করছিলাম এই মুহূর্তটা আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার। আমি আজ ক্রিকেটের সব সংস্করণ থেকে অবসর নিচ্ছি।’ 

হরভজন ভারতের হয়ে ১০৩ টেস্ট, ২৩৬টি ওয়ানডে ও ২৮ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টেস্টে ৪১৭, ওয়ানডেতে ২৬৯ ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিয়েছেন ২৫ উইকেট। টেস্টে ২ সেঞ্চুরি ও ৯ হাফ সেঞ্চুরিতে করেছেন ২২২৪। আর ওয়ানডেতে করেছেন ১২৩৭ রান।

নোয়াখালীকে হ্যাটট্রিক হারের লজ্জা দিল রাজশাহী

কাঁপাচ্ছেন রিশাদ, উড়ছে হোবার্টও

বিপিএলে নতুন কোচ নিল ঢাকা

‘সোনার বাংলা’ নামে নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট আনছে বিসিবি

দুই দিনে টেস্ট শেষ হওয়ায় মেলবোর্নকে বাজে রেটিং দিল আইসিসি

সাকিব ভাইকে সবাই পেতে চায়: তাসকিন

‘মোস্তাফিজ ৯ কোটির জায়গায় ১৮ কোটি পেলেও অবাক হতাম না’

রংপুরের কাছে এবার উড়ে গেল চট্টগ্রাম

বিসিএলে প্রত্যাশার চেয়েও বেশি পেয়েছেন মোস্তারি

আগুনে বোলিংয়ে তাসকিনদের রেকর্ডে ভাগ বসালেন পাকিস্তানি ক্রিকেটার