হোম > খেলা > ক্রিকেট

৪১ বছর বয়সে ৭ উইকেট নিয়ে গড়লেন রেকর্ড, কে এই ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    

সবচেয়ে বেশি বয়সে ৭ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন সামান্থি দুনুকেদেনি। ছবি: ইনস্টাগ্রাম

চল্লিশে অভিষেক, আর ৪১ বছর বয়সে সামান্থি দুনুকেদেনি জায়গা করে নিলেন রেকর্ডবুকে। গতকাল চেক প্রজাতন্ত্রের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাত্র ১৫ রান দিয়ে ৭ উইকেট শিকার করেন সাইপ্রাসের এই স্পিনার।

মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে এক ইনিংসে সাত উইকেটর বেশি নিতে পারেননি কোনো বোলার। দুনুকেদেনি সেই ক্লাবের চতুর্থ বোলার। তবে তাঁর চেয়ে বেশি বয়সে এই ক্লাবে ঢোকার নজির নেই কারও। সেটা হোক মেয়ে কিংবা ছেলে। গতকাল রেকর্ড গড়ার সময় ৪১ বছর ৮১ দিনে পা রাখেন দুনুকেদেনি। প্রায় এক বছরের ছোট ক্যারিয়ারে ১৭ ম্যাচ খেলে ২২ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে ৮৮ রান করেছেন তিনি।

Congrats to Samanthi Dunukedeniya for taking 7 wickets today.

She becomes the 4th woman to take a 7-wicket-haul in T20Is.

The 41YO ended with 7/15.

She joins Rohmalia, Overdijk, Stocks in the list. pic.twitter.com/rZnsccPuht

— Krithika (@krithika0808) May 2, 2025
An error occurred while retrieving the Tweet. It might have been deleted.

ঘরের মাঠ ভিনোরে অনুষ্ঠিত ম্যাচে সাইপ্রাসকে আগে ব্যাটিংয়ে পাঠায় চেক প্রজাতন্ত্র। ২০ ওভারে ১ উইকেট হারিয়ে ১৫১ রান তোলে সাইপ্রাস। জবাবে দুনুকেদেনির ঘূর্ণিতে কাবু হয়ে মাত্র ৩৭ রানেই গুটিয়ে যায় চেক প্রজাতন্ত্র। নিজের প্রথম বলেই উইকেটের দেখা পান দুনুকেদেনি। প্রথম ওভারে আরও এক ব্যাটারকে শিকার করেন তিনি। দ্বিতীয় ও তৃতীয় ওভারে দুটি করে উইকেট নেন এই অফস্পিনার। শেষ ওভারে কেবল একটিই শিকারের সুযোগ পান। এর মধ্যে একটি ওভারে মেইডেনও দেন তিনি।

দুনুকেদেনির বোলিং ফিগারটি মেয়েদের টি-টোয়েন্টি ইতিহাসে চতুর্থ-সেরা। একই দিনে দ্বিতীয় ম্যাচ খেলতে নামে দুই দল। সেখানেও রেকর্ডের অংশ হন দুনুকেদেনি। আগে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ২০১ রান করে সাইপ্রাস। আয়েশা দিরানেহেলাগের সঙ্গে ওপেনিংয়ে নেমে দুনুকেদেনি ৬০ বলে ৯ চারে ৬৫ রানে অপরাজিত থাকেন।

এই ম্যাচেই মেয়েদের টি-টোয়েন্টি ক্রিকেটে কোনো উইকেট না হারিয়ে সর্বোচ্চ দলীয় সংগ্রহ রেকর্ড গড়ে সাইপ্রাস। আগের রেকর্ডটি ছিল জার্মানির। চার বছর আগে অস্ট্রিয়ার বিপক্ষে ১৯৮ রান করে তারা।

দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে এগিয়ে গেল ভারত

স্ত্রী, পড়াশোনা, বেতনসহ গুগলে শান্তকে নিয়ে মানুষ যা জানতে চান

পাকিস্তানকে উড়িয়ে সবার আগে সেমিফাইনালে ভারত

বুদ্ধিজীবী দিবসে সাকিব-লিটনদের শ্রদ্ধা

‘আপনারা সব সময় আমাদের ভুল ধরেন, আপনাদেরও ভুল ধরার চেষ্টা করব’

ক্রিকেটারদের সঙ্গে বিসিবির ‘আচরণে’ ক্ষুব্ধ তামিম

বিগ ব্যাশে অভিষেকেই ব্যর্থ বাবর আজম

অস্ট্রেলিয়ার সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা নিয়ে মুখ খুললেন ম্যাককালাম

বিশ্বকাপের প্রচারণামূলক কাজ নিয়ে আইসিসির ওপর ক্ষুব্ধ পাকিস্তান

কোন ভুলে অলরাউন্ডার গ্রিন আইপিএলে শুধুই ‘ব্যাটার’