হোম > খেলা > ক্রিকেট

সাকিব-শিশিরের জুটি পা দিল দশে 

১২-১২-১২। যে তারিখটি প্রতি ১০০ বছরে আসে একবার। নয় বছর আগে এমন এক বিশেষ দিনেই গাঁটছড়া বেঁধেছিলেন সাকিব আল হাসান ও উম্মে আহম্মেদ শিশির। মাঠে সব সময় সবার চেয়ে ভিন্ন কিছু করতে চাওয়া সাকিব বিয়ের তারিখটাও বেছে নিয়েছেন সেভাবেই। 

সাকিব-শিশিরের প্রথম পরিচয়ে হয়েছিল ফেসবুকে। এরপর সাকিব ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গেলে দুজনের প্রথম সাক্ষাৎ। সম্পর্ক জমে উঠতে আর সময় লাগেনি, দ্রুতই প্রেমের সম্পর্কে রূপ নিয়েছে। প্রেম থেকেই পরিণয়ে জীবনের ইনিংস শুরুটা হয়েছিল শতাব্দীর ১২ তম বছরের ১২ তম মাসের ১২ তারিখে। ২০২১ সালে এসে এই ইনিংস দশম বছরে পা রাখল। 

বিবাহবার্ষিকীতে সাকিব এবার পরিবারের সঙ্গে আছেন যুক্তরাষ্ট্রে। বিশেষ এই দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ছবি পোস্ট করেছেন সাকিব শিশির দুজনই। দুজনের এই পথ চলা নিয়ে অল্প কথায় সাকিবের ভালোবাসার বহিঃপ্রকাশ, ‘আমার একমাত্র এবং সারা জীবনের সঙ্গিনীর সঙ্গে নয় বছর অতিবাহিত হলো। বছর যাচ্ছে, কিন্তু তোমাকে ঘিরেই আমার প্রতিদিনের স্বপ্ন।’ 

গত নয় বছরে ভালো সময় খারাপ সময় সবই পার করেছেন দুজনে মিলে। একজন আরেকজনের ভরসায় হয়ে উঠেছেন এই সময়ে। শিশিরের চাওয়া সারা জীবন যেন এভাবেই চলে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব স্ত্রী লিখেছেন, ‘হাসি, কান্না, দারুণ সব মুহূর্ত—এভাবেই আমাদের নয়টি বছর অতিবাহিত হলো। কারণ, এই মুহূর্ত এবং সারা জীবন আমরা একে-অপরের ভরসার প্রতীক।’

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা