হোম > খেলা > ক্রিকেট

দিনের শুরুতেই তাইজুলের জোড়া আঘাত

ক্রীড়া ডেস্ক    

তৃতীয় দিনের শুরুতে জোড়া আঘাত হানলেন তাইজুল ইসলাম। ছবি: এএফপি

কলম্বো টেস্টের তৃতীয় দিনের শুরুটা ভালোই হয়েছে বাংলাদেশের। প্রথম সেশনে ১১ ওভারের খেলা হতেই শ্রীলঙ্কার ৩ উইকেট তুলে নিয়েছে সফরকারী বোলাররা। তাইজুল ইসলাম জোড়া ও নাহিদ রানা নিয়েছেন এক উইকেট। এ প্রতিবেদন পর্যন্ত ৫ উইকেটে ৩৩৭ রান তুলেছে লঙ্কানরা। লিড দাঁড়াল ৯০ রানে।

দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কা তুলেছিল ২ উইকেটে ২৯০ রান। আজ সেখান থেকে ব্যাটিংয়ে নেমে দিনের ষষ্ঠ ওভারে ফেরেন পাতুম নিসাঙ্কা। আগের দিন ১৪৬ রানে অপরাজিত ছিলেন এই ওপেনার। ২৫৪ বলে ১৫৮ রানের অসাধারণ এক ইনিংস খেলে থামল তাঁর চতুর্থ টেস্ট সেঞ্চুরি। দ্বিতীয় নতুন বল নেওয়ার পর সাফল্য পেতে সময় লাগল না বাংলাদেশের।

শর্ট কভারের ফিল্ডারকে পিচ ঘেঁষে দাঁড় করিয়ে হালকা ঝুলিয়ে বলে করেন তাইজুল। ক্রিজ ছেড়ে বেরিয়ে আলতো ড্রাইভ করার চেষ্টায় ওই ফিল্ডারের (এনামুল হক বিজয়) হাতেই ধরা পড়েন নিসাঙ্কা। ইনিংসে ছিল ১৯টি চার।

নিজের পরের ওভারে ধনাঞ্জয়া ডি সিলভাকেও (৭) ফেরান তাইজুল। মিডল স্টাম্পে পিচ করে এঙ্গেলে ভেতরে ঢোকা ডেলিভারি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলার চেষ্টায় ব্যাটে লাগাতে পারেননি ধনাঞ্জয়া। জোরালো আবেদনে কিছুটা সময় নিয়ে আঙুল তুলে দেন আম্পায়ার। রিভিউ নিয়ে কোনো লাভ হয়নি লঙ্কান অধিনায়কের।

আগের দিন নাইটওয়াচম্যান হিসেবে নামা প্রবাত জয়াসুরিয়া আউট হলেন দিনের ১১ তম ওভারে। নাহিদ রানা বলে মেহেদী হাসান মিরাজকে ক্যাচ দেন তিনি। চার নম্বরে ব্যাটিংয়ে নেমে ৩৯ বলে ১০ রান করেছেন প্রবাত। এখন পর্যন্ত পাঁচ উইকেটের মধ্যে ৩টি নিয়েছেন তাইজুল। অপরাজিত আছেন কামিন্দু মেন্ডিস (২২) ও কুশল মেন্ডিস (২)।

বৃথা গেল মেহেদী হাসান রানার হ্যাটট্রিক

দিয়াবাতের পেনাল্টি মিস, কিংসকে হারাতে পারেনি আবাহনী

জাকির জানাজায় অঝোরে কাঁদলেন মুশফিক-শরিফুলরা

ব্যবসায় ক্ষতি, সিরিজ জিতেও খুশি নয় ক্রিকেট অস্ট্রেলিয়া

শোককে শক্তিতে পরিণত করে জিতল ঢাকা

কোচের মৃত্যুতে মন কাঁদছে সাকিব-তাসকিনদের

মারা গেছেন ঢাকা ক্যাপিটালসের কোচ, শোকাচ্ছন্ন বিপিএল

হার্ট অ্যাটাক করে হাসপাতালে ঢাকার কোচ

অস্ট্রেলিয়ায় ১৫ বছরের অপেক্ষা ফুরাল ইংল্যান্ডের

শান্ত হতে পারলেন না রিকেলটন