হোম > খেলা

হামজাদের ম্যাচের জন্য বাফুফের অনুরোধ রাখল অ্যাথলেটিকস ফেডারেশন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় স্টেডিয়াম। ছবি: আজকের পত্রিকা

কাল থেকে শুরু হচ্ছে জুনিয়র অ্যাথলেটিকস। তবে জাতীয় স্টেডিয়ামের মাঠ ব্যবহার করবে না অ্যাথলেটিকস ফেডারেশন। তাই থ্রো ইভেন্টগুলো হবে পল্টনের আউটার স্টেডিয়ামে।

মূলত জাতীয় স্টেডিয়াম এখন ফুটবল ও অ্যাথলেটিকস যৌথভাবে ব্যবহার করে থাকে। কাল থেকে শুরু হচ্ছে হামজা-শমিতদের ক্যাম্প। তবে প্রথম দিন শুধুমাত্র হোটেলে রিপোর্টিং করবেন ফুটবলাররা। পরদিন থেকে শুরু হবে ভুটান ও সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতি। তাই বাফুফে অনুরোধ করেছিল অ্যাথলেটিকস ফেডারেশনকে মাঠ ব্যবহার না করার।

আজ সংবাদ সম্মেলনে অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, ‘ফুটবলের আন্তর্জাতিক ম্যাচ রয়েছে কয়েক দিনের মধ্যেই। এজন্য বাফুফের অনুরোধের প্রেক্ষিতে থ্রোয়ের ইভেন্টগুলো পল্টন আউটার স্টেডিয়ামে আয়োজন করব।’

রানিং, হার্ডলস ও জাম্পের ইভেন্টগুলো হবে জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে। এছাড়া শটপুট, ডিসকাস থ্রো, হ্যামার থ্রো ও জ্যাভলিন থ্রো হবে পল্টনের আউটার স্টেডিয়ামে। দুদিনব্যাপী এই প্রতিযোগিতা হবে  অনূর্ধ্ব-১৬ ও ১৮ ক্যাটাগরিতে। রেকর্ডধারী অ্যাথলেটকে ১০ হাজার টাকা প্রদান করবে ফেডারেশন। জেলা, বিভাগ, শিক্ষাবোর্ড, বিকেএসপি এবং সংস্থা থেকে সব মিলিয়ে ৬০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন এবার। সেখান থেকে নভেম্বরে বাইরাইনে এশিয়ান গেমসের জন্য অ্যাথলেট বাছাই করতে চায় ফেডারেশন।

মঈন ঝড় থামিয়ে কোয়ালিফায়ারে রাজশাহী

বিপিএল থেকে বাদ পড়ে নবিকে নিয়ে হাহাকার নোয়াখালী অধিনায়কের

বিপিএলে শরীফুলের এমন সাফল্যের রহস্য কী

এক মন্তব্যে আমাদের ক্ষতি হয়ে গেল, বলছেন বিসিবি পরিচালক

বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারে, বলছেন ফিফা সভাপতি

খই খইয়ের ডাবল, পুরুষে সেরা হৃদয়

সেঞ্চুরি, ১০৭ মিটার ছক্কা ও এক ওভারে ৩২ রান নিয়ে স্মিথের ইতিহাস

চট্টগ্রামের কাছে হেরে সবার আগে নোয়াখালীর বিদায়

বিপিএলের শেষে এসেই কেন অধিনায়ক বদলাল রংপুর

বিসিবির সঙ্গে কথা বলতে আসছে আইসিসির প্রতিনিধিদল, হতে পারে সমাধান