হোম > খেলা

হামজাদের ম্যাচের জন্য বাফুফের অনুরোধ রাখল অ্যাথলেটিকস ফেডারেশন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় স্টেডিয়াম। ছবি: আজকের পত্রিকা

কাল থেকে শুরু হচ্ছে জুনিয়র অ্যাথলেটিকস। তবে জাতীয় স্টেডিয়ামের মাঠ ব্যবহার করবে না অ্যাথলেটিকস ফেডারেশন। তাই থ্রো ইভেন্টগুলো হবে পল্টনের আউটার স্টেডিয়ামে।

মূলত জাতীয় স্টেডিয়াম এখন ফুটবল ও অ্যাথলেটিকস যৌথভাবে ব্যবহার করে থাকে। কাল থেকে শুরু হচ্ছে হামজা-শমিতদের ক্যাম্প। তবে প্রথম দিন শুধুমাত্র হোটেলে রিপোর্টিং করবেন ফুটবলাররা। পরদিন থেকে শুরু হবে ভুটান ও সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতি। তাই বাফুফে অনুরোধ করেছিল অ্যাথলেটিকস ফেডারেশনকে মাঠ ব্যবহার না করার।

আজ সংবাদ সম্মেলনে অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, ‘ফুটবলের আন্তর্জাতিক ম্যাচ রয়েছে কয়েক দিনের মধ্যেই। এজন্য বাফুফের অনুরোধের প্রেক্ষিতে থ্রোয়ের ইভেন্টগুলো পল্টন আউটার স্টেডিয়ামে আয়োজন করব।’

রানিং, হার্ডলস ও জাম্পের ইভেন্টগুলো হবে জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে। এছাড়া শটপুট, ডিসকাস থ্রো, হ্যামার থ্রো ও জ্যাভলিন থ্রো হবে পল্টনের আউটার স্টেডিয়ামে। দুদিনব্যাপী এই প্রতিযোগিতা হবে  অনূর্ধ্ব-১৬ ও ১৮ ক্যাটাগরিতে। রেকর্ডধারী অ্যাথলেটকে ১০ হাজার টাকা প্রদান করবে ফেডারেশন। জেলা, বিভাগ, শিক্ষাবোর্ড, বিকেএসপি এবং সংস্থা থেকে সব মিলিয়ে ৬০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন এবার। সেখান থেকে নভেম্বরে বাইরাইনে এশিয়ান গেমসের জন্য অ্যাথলেট বাছাই করতে চায় ফেডারেশন।

ভারতের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হরভজন

সাকিবের রেকর্ড ভেঙে আইসিসির সেরাদের তালিকায় তাইজুল

‘রোনালদোর ক্ষুধা কখনোই শেষ হওয়ার নয়’

বীতশোক-ক্যাসপারদের লাতিন বাংলা সুপার কাপ দেখাবে না টিভিতে, দেখবেন কোথায়

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বকাপ ড্র আজ: বিশ্বের চোখ থাকবে যেখানে

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ