হোম > খেলা > ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে 

দুঃসময়ে নিজের ফ্র্যাঞ্জাইজিকে পাশে পাচ্ছেন লিটন দাস। ছবি: সংগৃহীত

বাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।

বাজে ফর্মের জন্য এমনিতেই চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন। তার ওপর দর্শকদের এমন আচরণ লিটনের ওপর মানসিক চাপ সৃষ্টি করতে পারে। এই অবস্থায় লিটনের পাশে এসে দাঁড়িয়েছে তাঁর ফ্র্যাঞ্চাইজি দল ঢাকা ক্যাপিটাল। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টে তারা লিখেছে, ‘আপনি হয়তো একটি ঝাপসা ভিডিওতে কাউকে দুয়োধ্বনি শুনতে দেখেছেন। আমরা দেখেছি, একজন জাতীয় নায়কের বিপিএল ইতিহাসের দ্রুততম শতক হাঁকিয়ে রেকর্ড গড়া পার্টনারশিপের অংশ হয়ে ওঠা। আপনি সমালোচনা দেখেন। আমরা দেখি একজন তারকা ব্যাটারের দেশের হয়ে সবচেয়ে বড় ওয়ানডে ইনিংস খেলা এবং দেশের হয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ব্যাটার হিসেবে সর্বোচ্চ স্থানে আসা। আপনি বাধা-বিপত্তি দেখেন। আমরা দেখি ঐতিহাসিক কিছু মুহূর্তের সৃষ্টি। লিটন দাস, আপনি আমাদের ভালোবাসার প্রতীক। আপনি আমাদের গৌরব।’

দলের এমন ভালোবাসা ও সমর্থনে আপ্লুত হয়ে নিজের স্বীকৃত ফেসবুক পেজে লিটন দাস কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন, ‘আমার দল ঢাকা ক্যাপিটালের এই দারুণ ভালোবাসায় আমি অভিভূত। ধন্যবাদ তাঁদের, যাঁরা আমাদের এবং সব অ্যাথলেটের পাশে থাকেন, ভালো-মন্দ সব সময়েই। আপনাদের বিশ্বাস আমাদের কাছে অনেক মূল্যবান।’

একসময় স্টেডিয়ামের সাউন্ড সিস্টেম থেকে খেলার বিরতিতে নিয়মিত ঘোষণা দেওয়া হতো—দর্শকদের ক্রিকেটারদের প্রতি সম্মান দেখানো এবং কোনো রকম আপত্তিকর মন্তব্য কিংবা শৃঙ্খলাবিরোধী কাজে লিপ্ত না হওয়ার আহ্বান জানিয়ে। তবে এবারের বিপিএলে সেই প্রচারণা একেবারেই অনুপস্থিত।

মেসিকে বিশ্বকাপের টিকিট উপহার দিলেন জয় শাহ

বিপজ্জনক বোলিংয়ে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের সেই ঘটনা মনে করিয়ে দিলেন আফ্রিদি

বর্তমান ক্রিকেটারদের আগ্রাসনের অভাব দেখছেন শোয়েব

আমিরুলদের ৬০ লাখ টাকা পুরস্কার, সমস্যার কথা বলতে চান ক্রীড়া উপদেষ্টাকে

পেছাল কিংস-মোহামেডান ম্যাচ

আফগানদের বিদায়ে সেমিফাইনালে বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রস্তাব পেলে কি বিসিবিতে কাজ করবেন শোয়েব আখতার

শোয়েব আখতার বলছেন, তাসকিন আমার রেকর্ড ভেঙে দিক

পিএসএল শুরুর দিনক্ষণ চূড়ান্ত, পেছাচ্ছে পাকিস্তানের বাংলাদেশ সফর

বন্ডাই বিচে হামলার পর অ্যাশেজে নিরাপত্তা নিয়ে শঙ্কিত অস্ট্রেলিয়া-ইংল্যান্ড