জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে আজ সকালে ভুটান থেকে ঢাকায় ফিরেছেন ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্দা ও মনিকা চাকমা। তবে ফিরতে পারেননি শামসুন্নাহার সিনিয়র। টিকিট জটিলতার কারণে আটকে গেছেন এই ডিফেন্ডার।
ভুটানের জাতীয় নারী লিগে খেলছেন বাংলাদেশের ১০ ফুটবলার। তবে জর্ডানে দুটি প্রীতি ম্যাচ খেলতে ৫ ফুটবলারকে ক্যাম্পে ডেকেছিলেন বাংলাদেশ কোচ পিটার বাটলার। ম্যাচ খেলে ৪ জন আবার ভুটানেও ফিরেছেন। কিন্তু গোলরক্ষক রুপনা চাকমা থেকে যান তাঁর ক্লাব ট্রান্সপোর্ট ইউনাইটেডের কোনো ম্যাচ না থাকায়।
এক ম্যাচ খেলে ঋতুপর্ণা-মারিয়াদের সঙ্গেই ফেরার কথা ছিল শামসুন্নাহারের। কিন্তু ২১ জুনের ফ্লাইটে ফিরবেন তিনি।
ঈদে ফুটবলারদের মাত্র দুই দিনের ছুটি দিয়ে এশিয়ান কাপ বাছাইয়ের জন্য প্রস্তুতি শুরু করেছেন বাটলার। ২৯ জুন মিয়ানমারে শুরু হবে এশিয়ান কাপ বাছাই। প্রথম ম্যাচে বাহরাইনের মুখোমুখি হবে বাংলাদেশ। ২ জুলাই স্বাগতিক মিয়ানমার ও ৫ জুলাই তুর্কমেনিস্তানের বিপক্ষে লড়বেন আফঈদা খন্দকাররা।