হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশ সিরিজের আগে যে ‘মিথ্যা’ কথা শুনেছিলেন পাকিস্তানি ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    

সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতেও বাংলাদেশকে সহজে হারিয়েছে পাকিস্তান। ছবি: ক্রিকইনফো

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের তিনটা ম্যাচই হয়েছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। স্বাগতিকদের ম্যাচ অথচ গ্যালারিতে সেই অর্থে দর্শক চোখে পড়েনি। উপমহাদেশের বেশির ভাগ মানুষ যখন ক্রিকেটপ্রেমী, তখন লাহোরের গ্যালারি খাঁ খাঁ করার দৃশ্য অবাক করার মতোই।

বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হয়েছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তিন টি-টোয়েন্টি। লাহোরের স্থানীয় সময় তখন রাত ৮টা। কর্মজীবী মানুষদের বেশির ভাগ অংশই তখন নিজেদের কাজে ব্যস্ত। তবে ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা পর লাহোরের গ্যালারি থেকে শোনা গেছে দর্শকদের গর্জন। লাহোরে গত রাতে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা বলেন, ‘সত্যি বলতে সিরিজের আগে শুনেছিলাম যে দর্শকেরা খেলা দেখতে আসবেন না। তবে আমি খুবই কৃতজ্ঞ যে তারা অনেক পরিমাণে এসেছেন। স্টেডিয়ামে খেলা দেখতে আসুন। আপনাদের আনন্দ দেব আমরা।’

স্বাভাবিকভাবেই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের দর্শকদের অধিকাংশই পাকিস্তানি ব্যাটারদের চার-ছক্কা মারার সময় উল্লাস করেছেন। এমনকি হাসান আলী, শাদাব খানরা যখন বাংলাদেশের উইকেট নিয়েছেন, তখন লাহোরের গ্যালারি থেকে শোনা গেছে হর্ষধ্বনি। এমনকি গ্যালারিতে বাংলাদেশের জার্সি পরিহিত দর্শকদেরও দেখা গেছে। বাংলাদেশের সমর্থনে তাঁরাও উল্লাস করেছেন। ভক্ত-সমর্থকদের প্রশংসা করেছেন লিটনও। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ভক্ত-সমর্থকেরা আসলেই ছিলেন অসাধারণ। তারা দুই দলকেই সমর্থন জানিয়েছে।’

সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতেই পাকিস্তান করেছে ২০১ রান। দুই ম্যাচেই বাংলাদেশকে হেসেখেলে হারিয়েছে স্বাগতিকেরা। এমনকি গত রাতে বাংলাদেশ ১৯৭ রানের লক্ষ্য দিলেও পাকিস্তান জিতে গেছে ১৬ বল হাতে রেখে ৭ উইকেটে। ৪৬ বলে ১০৭ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন মোহাম্মদ হারিস। তাঁর হাতেই উঠেছে সিরিজসেরার পুরস্কার। সতীর্থদের প্রশংসায় ভাসিয়ে সালমান ম্যাচ শেষে বলেন, ‘এই জয়টা অনেক বড়। ছেলেরা যেভাবে খেলেছে সত্যিই অনেক খুশি। যে ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাই, সেটা আমরা প্রত্যেক ম্যাচেই করতে পেরেছি।’

আরব আমিরাত, পাকিস্তান সিরিজে ভরাডুবির পর বাংলাদেশের পরবর্তী গন্তব্য শ্রীলঙ্কা। লঙ্কা সফরে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

ভারতে যাবেন কি বাংলাদেশি আম্পায়ার সৈকত

মায়ার্সের ফিফটির পর মাহমুদউল্লাহর ঝোড়ো ব্যাটিং, রংপুরের হ্যাটট্রিক জয়

মোস্তাফিজের ‘অসম্মান’ মানতে পারছে না বিসিবি

‘যে আইপিএলে বাংলাদেশের ক্রিকেটারদের সম্মান নেই, সেটা দেখারও দরকার নেই’

বাংলাদেশের চাপে বিশ্বকাপের নতুন সূচি তৈরি করছে আইসিসি

১৪ মাসেই আমোরিমকে ছাঁটাই করল ইউনাইটেড

​মালদ্বীপে চার জাতি টুর্নামেন্ট খেলার আমন্ত্রণ পেল বাংলাদেশ

নাসুমের ঘূর্ণিতে বিধ্বস্ত নোয়াখালী, জয়ে ফিরল সিলেট

রুটের সেঞ্চুরির পর জবাব দিচ্ছে অস্ট্রেলিয়া

আমিরাতে রানার্সআপ হয়েও ভক্তদের হৃদয় জিতলেন সাকিব