হোম > খেলা > ক্রিকেট

শ্রীলঙ্কার কাছ থেকে শিখছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সেঞ্চুরির পর ইনিংস বড় করার পথে হাঁটছেন লঙ্কান ওপেনার পাতুম নিশাঙ্কা। ছবি: এএফপি

কলম্বোতে বড় সংগ্রহের দিকে এগোচ্ছে শ্রীলঙ্কা। বাংলাদেশ অবশ্য পথ হারিয়েছে। ব্যাটিংয়ে করতে পারেনি গলের পুনরাবৃত্তি। প্রথম ইনিংসে ২৪৭ রানে গুটিয়ে যায় নাজমুল হোসেন শান্তর দল। একই উইকেটে দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কা ২ উইকেটে ২৯০ রান তুলে ফেলেছে। ৪৭ রানের লিড নেওয়ার পাশাপাশি হাতে আছে ৮ উইকেট।

ওপেনার পাতুম নিশাঙ্কা ১৪৬ রানে অপরাজিত। লঙ্কান শিবিরে স্বস্তি আর আত্মবিশ্বাসের জোয়ার, সংবাদ সম্মেলনে উইকেটরক্ষক কুশল মেন্ডিস জানিয়ে দিয়েছেন, তাঁদের লক্ষ্য ৪০০ রানের লিড এবং ইনিংস ব্যবধানে জয়।

বাংলাদেশের বড় ভুল কোথায়, প্রথম দিনেই তা স্পষ্ট হয়ে গিয়েছিল। প্রথম ইনিংসে একের পর এক বাজে শট, দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং আর জুটি গড়ার ব্যর্থতায় হাতছাড়া হয় বড় সংগ্রহের সুযোগ। সেই সুযোগই দুই হাতে লুফে নেয় স্বাগতিকেরা। দ্বিতীয় দিনে খেলতে নেমে মাত্র ৫১ বলেই (১ ঘণ্টার কম) শেষ হয়ে যায় বাংলাদেশ ইনিংস। এরপর একই উইকেটে শ্রীলঙ্কান ব্যাটাররা ব্যাটিং-সহায়ক উইকেটে অনায়াসে তুলে নেন রান।

বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বলেন, ‘বড় কোনো জুটি গড়তে পারিনি আমরা। এটাই আমাদের সবচেয়ে বড় ভুল ছিল। যার ফলে আজ আমাদের মাত্র দুটি উইকেট হাতে রেখে ব্যাটিং শুরু করতে হয়েছে। ব্যাটিং লাইনআপের জন্য এটা ছিল এক বড় ধাক্কা।’

খারাপ খেলায় উইকেটের দুই রকম আচরণের বিষয়টি সামনে এনেছেন সিমন্স, ‘আমরা যখন ব্যাটিং করেছি, তখন উইকেট একটু ধীরগতির এবং দুই রকম আচরণ করছিল। কিন্তু দ্বিতীয় দিনে তা অনেক ব্যাটিং-সহায়ক হয়ে ওঠে। আজ ব্যাট করা ছিল তুলনামূলক সহজ। বল করতে গিয়ে আমাদের কঠিন পরীক্ষা দিতে হয়েছে। এটাই স্বাভাবিক, ভালো উইকেটে এমনটা হয়।’ সিমন্স আরও যোগ করেন, ‘প্রথম দিন উইকেট একটু আর্দ্র এবং স্লো ছিল। কিন্তু আজ দেখা গেল উইকেট ব্যাটিংয়ের জন্য একদম আদর্শ। বল ঘুরছিল না, বাউন্স ছিল নিয়মিত ব্যাটারদের জন্য আদর্শ পরিবেশ। এটাই টেস্ট ক্রিকেট, প্রতিদিন নতুন চ্যালেঞ্জ।’

তরুণ নাহিদ রানা আর দীর্ঘ দুই বছর পর টেস্ট দলে ফেরা ইবাদত হোসেনের বোলিং নিয়ে আশাবাদী সিমন্স। তবে তিনি স্বীকার করেছেন, ম্যাচের শুরুতে তাঁদের প্রথম স্পেল প্রত্যাশা অনুযায়ী ছিল না। তবে শেষ বিকেলে তাঁরা ছন্দে ফেরায় খুশি কোচ, ‘প্রথম স্পেলটা দুজনেরই ভালো ছিল না। তবে পরে তারা ঘুরে দাঁড়িয়েছে। রানার শেষভাগে বল করার ধরন ভালো ছিল, আর ইবাদত নিজের শেষ স্পেলে ফিরে এসেছে ছন্দে।’

লঙ্কানদের কাছে থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ইনিংসে নিজেদের ভুল শুধরে বড় স্কোর গড়ার আশাই এখন বাংলাদেশের মূল লক্ষ্য। সিমন্স বলেন, ‘পাতুম নিশাঙ্কার ব্যাটিং থেকে আমরা শিক্ষা নিতে পারি। ও যেভাবে ইনিংস গড়েছে, সেটাই আমাদের ব্যাটারদের অনুসরণ করা উচিত। দ্বিতীয় ইনিংসে আমাদের ব্যাটারদের দায়িত্ব নিতে হবে, বড় ইনিংস খেলতে হবে।’

আগুনে বোলিংয়ে তাসকিনদের রেকর্ডে ভাগ বসালেন পাকিস্তানি ক্রিকেটার

কাকে সবচেয়ে বেশি ভয় পান শোয়েব

পাকিস্তানের পরই বাংলাদেশকে ‘ঘর’ মনে করেন শোয়েব

চোট নিয়েই অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে তাঁরা

চোটের কাছে হার মেনে ক্রিকেট ছাড়লেন ব্রেসওয়েল

এশিয়ান কাপের প্রস্তুতিতে মেয়েদের ভরসা ঘরোয়া লিগ

নোয়াখালী কি হ্যাটট্রিক হার এড়াতে পারবে

বিপিএলের সিলেট পর্ব দেখেই বিশ্বকাপের দল দেবে বিসিবি

রেকর্ড গড়ে ১০ হাজারি ক্লাবে স্মৃতি মান্ধানা

১৩ দিনেই শেষ ৪ টেস্ট, অস্ট্রেলিয়ার ক্ষতি ২০৫ কোটি