হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশ সিরিজের দল নিয়েই বিশ্বকাপ খেলবে আয়ারল্যান্ড

ক্রীড়া ডেস্ক    

নেতৃত্বে আছেন পল স্টার্লিং। ছবি: আইসিসি

বাংলাদেশ সফরে গত নভেম্বর-ডিসেম্বরে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে আয়ারল্যান্ড। সে সিরিজের দল নিয়েই ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে আইরিশরা। আজ ছোট সংস্করণের বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

বাংলাদেশের বিপক্ষে সিরিজে আয়ারল্যান্ডের নেতৃত্বে ছিলেন পল স্টার্লিং। টি-টোয়েন্টি বিশ্বকাপেও দলের অধিনায়কত্বের ভার পড়েছে অভিজ্ঞ এই ব্যাটারের কাঁধে। তার সহকারীর ভূমিকায় রাখা হয়েছে লরকান টাকারকে। দলে আছেন মার্কা অ্যাডায়ার, জর্জ ডকরেল, হ্যারি টেক্টর, জশ লিটলদের মতো ক্রিকেটাররা।

এই দলের ১২ জন ক্রিকেটারই যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ছিলেন। ৩ নতুন সংযোজন হলেন টিম টেক্টর, বেন ক্যালিৎজ ও ম্যাথু হামফ্রিস।

টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ কিছু করতে মুখিয়ে আয়ারল্যান্ড। দলটির নির্বাচক অ্যান্ড্রু হোয়াইট বলেন, ‘আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য খুব বেশি অধীর আগ্রহে অপেক্ষা করছি এটা বললে কমই বলা হবে। ২০২২ সালে একটি স্মরণীয় টুর্নামেন্ট কাটিয়েছি। কিন্তু সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপটা আমাদের জন্য ভালো যায়নি। তখন থেকেই আমরা নিজেদের ভুলগুলো নিয়ে কাজ করে যাচ্ছি। কোনো সন্দেহ নেই যে আমরা অত্যন্ত প্রতিযোগিতামূলক গ্রুপে আছি। স্বাগতিকেদের (শ্রীলঙ্কা) বিপক্ষে খেলতে হবে। আমাদের প্রস্তুতি ভালো। তাই কোনো রকম ভয় ছাড়াই ছেলেরা খেলতে নামবে’

‘বি’ গ্রুপে পড়েছে আয়ারল্যান্ড। যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান। আগামী ৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করবে স্টার্লিংয়ের দল। ম্যাচটির ভেন্যু কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়াম।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আয়াল্যান্ডের দল: পল স্টার্লিং (অধিনায়ক), লরকান টাকার (সহ-অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, বেন ক্যালিটজ, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, ম্যাথু হামফ্রিজ, জশ লিটল, ব্যারি ম্যাককার্থি, হ্যারি টেক্টর, টিম টেক্টর, বেন হোয়াইট ও ক্রেইগ ইয়ং।

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’

বাংলাদেশ ইস্যুতে কঠিন চাপে আইসিসি চেয়ারম্যান জয় শাহ

বিপিএলের মাঝপথে বড় ধাক্কা খেল চট্টগ্রাম

এমনি এমনি তো কারও ফোন নেয় না: ফিক্সিং ইস্যুতে বিসিবি পরিচালক

প্যাড পরা অবস্থায় ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা বাজে হয়েছে: বিসিবির সাবেক নির্বাচক

বাংলাদেশে সাকিব-তামিমদের মতো বিশ্বমানের খেলোয়াড়ের অভাব দেখছেন মঈন

‘শাহরুখের পরিবর্তে চেন্নাই মোস্তাফিজকে নিলে কি ধোনিকে গাদ্দার বলা হতো’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ভারত ইস্যুতে দেশের ক্রিকেটে ‘গৃহবিবাদ’

বয়সী অস্ট্রেলিয়ার ছিল বেশি অভিজ্ঞতাও