হোম > খেলা > ক্রিকেট

৪ ফিফটিতে প্রথম দিনটা পাকিস্তানের

ক্রীড়া ডেস্ক    

৩১৩ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে পাকিস্তান। ফিফটি করে অপরাজিত আছেন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আগা। ছবি: এক্স

শুরুতে উইকেট হারানোর পর পাকিস্তানের হয়ে প্রতিরোধ গড়েন ইমাম উল হক ও শান মাসুদ। এরপর আচমকটা ব্যাটিং ধ্বস নামে স্বাগতিক শিবিরে। সেখান থেকে পাকিস্তানকে পথ দেখান মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আগা। ৩১৩ রানে ৫ উইকেট হারিয়ে লাহোর টেস্টের প্রথম দিনের খেলা শেষ করেছে পাকিস্তান।

প্রথম দিন পাকিস্তানের ৪ ব্যাটার ফিফটি তুলে নিয়েছেন। দলীয় ২ রানে ফেরেন আব্দুল্লাহ শফিক। দ্বিতীয় উইকেটে ইমাম ও মাসুদের ১৬১ রানের জুটিতে দারুণভাবেই প্রতিরোধ গড়ে স্বাগতিকরা। অধিনায়ক ৭৬ রানে ফিরে গেলে এই জুটি ভাঙে। ১৪৭ বলের ইনিংসে ৯ চারের পাশাপাশি ১ ছয় মারেন মাসুদ। পাকিস্তান সবচেয়ে বড় ধাক্কাটা খায় দলীয় ১৯৯ রানে। এ সময় ৩ ব্যাটারকে হারায় তারা। একে একে ফিরে যান ইমাম, বাবর আজম ও সৌদ শাকিল। ৫৭ তম ওভারের শেষ দুই বলে ইমাম ও শাকিলকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন সেনুরান মুথুসামি।

এই তিনজনের মধ্যে সবচেয়ে বেশি আক্ষেপে পুড়বেন ইমাম। মাত্র ৭ রানের জন্য সেঞ্চুরিবঞ্চিত হন এই ওপেনার। তার ৯৩ রানের ইনিংসটি সাজানো ৭ চার ও ১ ছয়ের মারে। বাবর আউট হন ২৩ রান করে। উইকেটে টিকে গিয়েও সাইমন হারমারের বলে এলবিডব্লু হন সাবেক এই অধিনায়ক। রানের খাতা খুলতে পারেননি শাকিল। ষষ্ঠ উইকেটে প্রোটিয়া বোলারদের সামনে চীনের প্রাচীর হয়ে দাঁড়ান রিজওয়ান ও আগা। ১১৪ রানের নিরবচ্ছিন্ন জুটি গড়েছেন তাঁরা। তাতেই বড় সংগ্রহের পথে আছে পাকিস্তান। রিজওয়ান ৬২ ও সালমান ৫২ রানে অপরাজিত আছেন।

পাকিস্তানের দাপটের দিনে দক্ষিণ আফ্রিকার হয়ে বল হাতে সবচেয়ে সফল মুথুসামি। ১০১ রানে ২ উইকেট নিয়েছেন এই বাঁ হাতি স্পিনার। কাগিসো রাবাদা, প্রেনেলান সুবরায়েন ও হারমার নেন একটি করে উইকেট।

মিচেলের সেঞ্চুরিতে ভারতকে হারিয়ে সমতায় নিউজিল্যান্ড

দেশের ক্রিকেটারদের খেলা বন্ধের হুমকি

ক্রিকেটারদের টাকা চাওয়া পরিচালকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে বিসিবি

রিশাদদের হাতের নাগালে থাকা জয় কেড়ে নিলেন পাকিস্তানি পেসার

ক্রিকেটাররা তো কিছুই করতে পারে না, আমরা কি টাকা ফেরত চাচ্ছি: বিসিবি পরিচালক

‘বাংলাদেশ বিশ্বকাপে না খেললে বিসিবির কোনো ক্ষতি হবে না’

৮ গোলের থ্রিলারে ভারতকে রুখে দিল বাংলাদেশ

প্রথমবার বাংলাদেশে এসেই মুগ্ধ ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

বিশ্বকাপের ইস্যু বিসিবি ঠিকভাবেই দেখছে, বিশ্বাস তানজিদের

বিশ্বকাপের আগে চার দিনে তিন ম্যাচ খেলবে পাকিস্তান-অস্ট্রেলিয়া