হোম > খেলা > ক্রিকেট

এমন ব্যাটিং ধসের ব্যাখ্যা কী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দলকে হতাশ করে রানআউট হয়ে ফিরছেন নাজমুল হোসেন শান্ত। ছবি: এএফপি

১ উইকেট হারিয়ে ১০০ রান তুলে ফেলেছিল বাংলাদেশ। ২৪৫ রানের লক্ষ্য তাড়ায় আশাজাগানিয়া শুরুই বলা যায়। কিন্তু এরপর যা ঘটল, সেটার কোনো ব্যাখ্যা আছে কি?

১০০ থেকে ১০৫—এই ৫ রান তুলতে ৭ উইকেট খুইয়েছে বাংলাদেশ। পরিসংখ্যান বলছে, ছেলেদের ক্রিকেটে দ্বিতীয় থেকে অষ্টম উইকেটে এটাই সবচেয়ে বাজে ব্যাটিং ধস। বিব্রতকর যে রেকর্ড আগে ছিল যুক্তরাষ্ট্রের, ২০২০ সালে নেপালের বিপক্ষে ১ উইকেটে ২৩ রান থেকে পরের ৮ রান তুলতে ৭ উইকেট হারিয়েছিল তারা।

ম্যাচ শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন তাসকিন আহমেদ। জানালেন এই ব্যাটিং ধসের ব্যাখ্যা নেই তাঁর কাছেও, ‘ক্রিকেটে অনেক কিছুই ঘটে। এটি অনিশ্চয়তার খেলা। তারপরও এটা ভাবনাতে ছিল না।’ পরে আরও যোগ করলেন, ‘১ উইকেটে ১০০ করেছি। সেখান থেকে ১০৭ রানে ৮ উইকেট। এটা আমাদের জন্য খুবই বাজে ছিল। দেখেন, সেট হয়ে যাওয়ার পর জাকের দারুণ খেলেছে। ফিফটি করেছে। স্বীকার করে নিচ্ছি, আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা।’

তবে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশা তাসকিনের, ‘আশা করি, আমরা পরের ম্যাচে ফিরতে পারব। সবাই ভুল থেকে শিক্ষা নেবে।’

সিরিজের দ্বিতীয় ওয়ানডে হবে ৫ জুলাই, কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামেই।

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া কোচ ও তাঁর তিন সন্তানের মৃত্যু

ভারতকে হারাতে পারবে তো শ্রীলঙ্কা

বিদেশের লিগে বাংলাদেশের আরও ক্রিকেটার চান মোস্তাফিজ

চমক দেখিয়ে শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণা পাকিস্তানের

রোনালদো-জাদুতে আল নাসরের ইতিহাস

সিলেটের কাছে নোয়াখালী কোথায় হারল, অঙ্কনের ব্যাখ্যা

সাঙ্গাকারার টোটকাতেই সাকিবের বাজিমাত

বৃথা গেল মেহেদী হাসান রানার হ্যাটট্রিক

দিয়াবাতের পেনাল্টি মিস, কিংসকে হারাতে পারেনি আবাহনী

জাকির জানাজায় অঝোরে কাঁদলেন মুশফিক-শরিফুলরা