হোম > খেলা > ক্রিকেট

লিটন মনে করেন, বোলার হিসেবে মিরপুরে খেললে তাঁর ক্যারিয়ার বড় হতো

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সংবাদ সম্মেলনে লিটন দাস। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ-পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজে মিরপুরের উইকেট কেমন হবে, এ নিয়ে ধোঁয়াশা। তবে এই মাঠের উইকেট কখনো বোলারদের ঠকায় না, এটাই তো চেনা-জানা পরিচয়। আজ তো সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে কিছুটা রসিকতার সঙ্গে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেই ফেলেছেন, বোলার হিসেবে মিরপুরে খেললে তাঁর ক্যারিয়ার বড় হতো।

আগামীকাল প্রথম টি-টোয়েন্টি মাঠে নামছে বাংলাদেশ-পাকিস্তান। তার আগে আজ মিরপুরের উইকেট দেখতে যান লিটন। সেখানে দেখা যায় তাঁকে কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে কথা বলতে। তাঁদের আলাপের বিস্তারিত জানা না গেলেও সংবাদ সম্মেলনে লিটন বললেন, ‘আমার কাছে মনে হচ্ছে উইকেট ভালোই। তবে কতটা ভালো সেটা ম্যাচের বল খেলতে গিয়েই বোঝা যাবে।’

মিরপুরের উইকেট নিয়ে কথা বলতে গিয়ে হালকা মজা করেই লিটন বলেন, ‘দেখেন, মিরপুরের উইকেটে খেললে একটা উদ্বেগ তো থাকেই। তবে আমার যা ক্যারিয়ার, আমি যদি বোলার হতাম তাহলে মিরপুরে খেললে আমার ক্যারিয়ার অনেক বড় হতো।’ লিটনের এমন মন্তব্যের পর কেউ কেউ হাসি চেপে রাখতে পারেননি।

তবে লিটনের উপলব্ধি, উইকেট যেমনই হোক মানিয়ে নিয়েই খেলতে হয়, ‘গত দশ বছর ধরেই তো এভাবে খেলছি। আর কত সেট হব! পারফর্ম করতে পারছি না—এটিই আসল কথা। ধারাবাহিকভাবে পারফর্ম করার চেষ্টা করছি। অনুশীলনে কোনো ঘাটতি ছিল না, ভবিষ্যতেও থাকবে না।’

এক মাস আগে কি হয়েছে তা লিটনের কাছে অতীত। বাংলাদেশ অধিনায়ক সতর্ক বর্তমান পাকিস্তান দলকে নিয়েই, ‘এই সিরিজটা মোটেও সহজ হবে না। তাদের দলে রহস্য স্পিনার আছে, যারা ভালো বল করতে পারে। আমাদের জন্য চ্যালেঞ্জ থাকবেই। মিরপুরে সব সময় চ্যালেঞ্জিং হয়। একসঙ্গে ভালো ক্রিকেট খেলতে হয়, এই চ্যালেঞ্জ নিয়েই নামতে হবে।’

শান্তর সেঞ্চুরিতে জয়ে শুরু রাজশাহীর

আজও উইকেট পেয়েছেন রিশাদ, উঠেছেন চূড়ায়

তাসকিনদের পেছনে ফেলে ভুটানের বোলারের ইতিহাস

শেষের তাণ্ডবে শান্তদের ১৯১ রানের লক্ষ্য দিল সিলেট, ইমনের ঝোড়ো ফিফটি

ভারতের শিশু পুরস্কার পেলেন সূর্যবংশী

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে হাদির স্মরণে ১ মিনিট নীরবতা পালন

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপ ফাইনালের যে রেকর্ড ভাঙল অ্যাশেজে

মেলবোর্নে প্রথম দিনে দুবার ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া, বিপদে ইংল্যান্ড

না ফেরার দেশে স্কটিশ কিংবদন্তি ফুটবলার

আজই কি তাহলে সবার ওপরে রিশাদরা