হোম > খেলা

অনাকাঙ্ক্ষিত সেই ভয়ংকর ঘটনায় ৩ ম্যাচ নিষিদ্ধ মার্সেলো

ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ছিল। কিন্তু তাতে কি? ঘটেই যেহেতু গেছে তার শাস্তি তো পেতেই হবে। গতকাল সেই শাস্তি পেয়েছেন মার্সেলো। অবশ্য ঘটনার দিনই শাস্তি হিসেবে লাল কার্ড দেখেছিলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। তবে ঘটনাটি ভয়ংকর হওয়ায় বড় শাস্তি পাওয়ার মুখে ছিলেন তিনি। 

দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল ও বড় শাস্তি দিয়েছে মার্সেলোকে। লুসিয়ানো সানচেজের পা ভেঙে যাওয়ায় ৩ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন ৩৫ বছর বয়সী তারকা। সঙ্গে ৬ হাজার ইউরো জরিমানাও গুনতে হবে সাবেক রিয়াল মাদ্রিদ ডিফেন্ডারকে। 

গত সপ্তাহে কোপা লিবার্তোদোরেসের ম্যাচে ভয়ংকর ঘটনাটি ঘটে। টুর্নামেন্টের শেষ ষোলোর প্রথম লেগে ফ্লুমিনেন্স ও আর্জেন্টিনোস জুনিয়র্সের ম্যাচের ৫৬ মিনিটে মার্সেলো বল নিয়ে ড্রিবলিং করে দৌড়ানোর সময় অনিচ্ছাকৃতভাবে সানচেজের পা মাড়িয়ে দেন। এতে জুনিয়ার্সের ডিফেন্ডারের বাঁ পায়ের দুই হাড় প্রায় পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। 

জুনিয়র্সের চিকিৎসক আলেহান্দ্রো রনকোনি জানিয়েছেন, পায়ের হাড় সংযুক্ত করতে সানচেজের বেশকটি অস্ত্রোপচার করাতে হবে। অস্ত্রোপচারের পর সেরে উঠতে ১০ থেকে ১২ মাস সময় লাগবে। 

ঘটনার ভয়াবহতা বুঝতে পেরে সেদিনই কেঁদেছিলেন মার্সেলো। সঙ্গে ঘটনার পরে টুইটারে দুঃখ প্রকাশও করেছেন তিনি। ব্রাজিলিয়ান ডিফেন্ডার বলেছেন, ‘আজ মাঠে খুব কঠিন এক মুহূর্তের মুখোমুখি হয়েছি। অনিচ্ছা সত্ত্বে এক খেলোয়াড়কে আঘাত করেছি। লুসিয়ানো সানচেজ, তোমার সর্বোচ্চ সুস্থতা কামনা করছি। পৃথিবীর সব শক্তি তোমার জন্য।’

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

আইসিসি বলছে, ভারতে বাংলাদেশ দলের কোনো হুমকি নেই

চট্টগ্রাম-সিলেটকে নিয়ে প্লে-অফে রাজশাহী

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ