হোম > খেলা > ক্রিকেট

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তাসকিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টস হেরেছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত

দুই ম্যাচ শেষে সিরিজে ১-১ সমতা। প্রথম ম্যাচ হারের পর সিরিজ জেতার নজির একবারই আছে বাংলাদেশের। সেটাও ঘরের মাটিতে ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। শ্রীলঙ্কার মাটিতে হাতছানি দিচ্ছে সেই সুযোগ।

ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে টস ভাগ্য পক্ষে আসেনি বাংলাদেশের। শ্রীলঙ্কা টস জিতে ফিল্ডিংয়ে পাঠিয়েছে মেহেদী হাসান মিরাজের দলকে। দ্বিতীয় ওয়ানডেতে মাংশপেশিতে চোট পাওয়ার কারণে নাজমুল হোসেন শান্তকে নিয়ে ছিল দুশ্চিন্তা। তবে একাদশে আছেন তিনি। বাংলাদেশ একাদশে এক পরিবর্তন। হাসান মাহমুদের জায়গায় ফিরেছেন তাসকিন আহমেদ।

পাল্লেকেলের অতীত ইতিহাস বলছে এখানকার উইকেট ব্যাটিংবান্ধব। ওয়ানডেতে পিচ থেকে পেসাররাও সহায়তা পেয়ে থাকেন। তবে এখানে বড় শত্রু বৃষ্টি। হুট করেই কখন বৃষ্টি এসে যায়, বলা মুশকিল! আজও সেখানে বৃষ্টিপাতের শঙ্কা দেখানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।

দুই দলের জন্যই উদ্বেগজাগানিয়া তথ্য—পাল্লেকেলেতে হওয়া সর্বশেষ পাঁচ ম্যাচের পাঁচটিরই ওভার কমে এসেছিল বৃষ্টির কারণে। শেষ ম্যাচটি হয়েছিল পরিত্যক্ত। শুধু শ্রীলঙ্কাই নয়, এই ম্যাচের তৃতীয় প্রতিপক্ষ পাল্লেকেলের আকাশও!

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, তানজিম হাসান, তাসকিন আহেমদ, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ: নিশান মাদুশকা, পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালঙ্কা, জানিথ লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, দুশমন্থ চামিরা, আসিথা ফার্নান্দো।

জাকির জানাজায় অঝোরে কাঁদলেন মুশফিক-শরিফুলরা

ব্যবসায় ক্ষতি, সিরিজ জিতেও খুশি নয় ক্রিকেট অস্ট্রেলিয়া

শোককে শক্তিতে পরিণত করে জিতল ঢাকা

কোচের মৃত্যুতে মন কাঁদছে সাকিব-তাসকিনদের

মারা গেছেন ঢাকা ক্যাপিটালসের কোচ, শোকাচ্ছন্ন বিপিএল

হার্ট অ্যাটাক করে হাসপাতালে ঢাকার কোচ

অস্ট্রেলিয়ায় ১৫ বছরের অপেক্ষা ফুরাল ইংল্যান্ডের

শান্ত হতে পারলেন না রিকেলটন

শান্তরা কি টানা দ্বিতীয় জয় তুলে নিতে পারবেন

নোয়াখালী এক্সপ্রেসকে হারিয়ে জয়ে শুরু চট্টগ্রামের