হোম > খেলা

ভাই হারালেন সিকান্দার রাজা

ক্রীড়া ডেস্ক    

সিকান্দার রাজা। ছবি: ক্রিকইনফো

ভাই হারালেন জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সিকান্দার রাজা। মাত্র ১৩ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই তারকা অলরাউন্ডারের ছোট ভাই মুহাম্মাদ মাহদি। এক বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট (এনজেডসি) বিষয়টি নিশ্চিত করেছে।

স্বাস্থ্যগত জটিলতার কারণে গত সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাহদি। পর দিন অর্থাৎ ৩০ ডিসেম্বর তাঁকে হারারের ওয়ারেন হিলস কবরস্থানে তাকে সমাহিত করা হয়। রাজার ছোট ভাইয়ের মৃত্যুতে শোক জানিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। রাজার শোকসন্তপ্ত পরিবারের প্রতি শক্তি, সান্ত্বনা এবং শান্তি কামনা করেছে এনজেডসি।

হিমোফিলিয়া নিয়ে জন্মগ্রহণ করেন মাহদি। এটি একটি বিরল রোগ যা রক্ত জমাট বাঁধার ক্ষমতাকে প্রভাবিত করে। শেষ পর্যন্ত আর পেরে উঠলেন না মাহদি। ছোট ভাই হারানোটা বড় ধাক্কা হয়েই এল রাজার জন্য। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দিয়ে ২০১৩ সালের মে মাসে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেন তিনি। দেশের হয়ে এখন পর্যন্ত ২২ টেস্ট, ১৫৩ ওয়ানডের পাশাপাশি ১২৭টি টি-টোয়েন্টি খেলেছেন। ৩ সংস্করণে তাঁর ব্যাট থেকে এসেছে মোট ৮৭৯৩ রান। বল হাতে নিয়েছেন ২৩৬ উইকেট।

বর্তমান সময়ে জিম্বাবুয়ের সেরা ক্রিকেটার মনে করা হয় রাজাকে। ব্যাট কিংবা বল–দুই বিভাগেই বেশ কার্যকরী তিনি। গত মাসে ক্যারিয়ারে প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডারদের তালিকার শীর্ষে ওঠে এসেছেন রাজা। সবকিছু ঠিক থাকলে তাঁর নেতৃত্বেই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে জিম্বাবুয়ে।

সংক্ষিপ্ত ওভারের বিশ্বকাপে ‘বি’ গ্রুপে পড়েছে দলটি। তাদের বাকি ৪ প্রতিপক্ষ হলো অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও ওমান। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি। এক দিন পর অর্থাৎ ৯ ফেব্রুয়ারি নিজেদের প্রথম ম্যাচে ওমানের বিপক্ষে মাঠে নামবে রাজার দল।

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

আজই কি তবে রিশাদদের আরও কাছে ব্রিসবেন

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা