হোম > খেলা > ফুটবল

কানাডিয়ান লিগের সপ্তাহের সেরা দলে বাংলাদেশের সমিত

ক্রীড়া ডেস্ক    

কানাডিয়ান লিগের সপ্তাহের সেরা দলে সমিত সোম। ছবি: সংগৃহীত

কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পাওয়ার পর বাংলাদেশের পাসপোর্টও হাতে পেয়েছেন সমিত সোম। বাকি রইল শুধু ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির ছাড়পত্র। সেটি পেলে বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা থাকবে না তাঁর। এর মধ্যেই সমিত পেয়েছেন আরেকটি সুখবর। কানাডিয়ান প্রিমিয়ার লিগের সপ্তাহের সেরা দলে জায়গা করে নিয়েছেন তিনি।

কাভালরির হয়ে সবশেষ ম্যাচেই প্রথমবারের মতো অধিনায়কের আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন সমিত। পুরো ম্যাচ সামলেছেন সেন্টার মিডফিল্ড। সময় মাঠজুড়েই ছিল তাঁর বিচরণ। সেই ম্যাচে গোল বা অ্যাসিস্ট না পেলেও ছিলেন দুর্দান্ত। ইয়র্ক ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে জয়ের দিনে তার পারফরম্যান্স ছিল নজরকাড়া।

এর সুবাদে সমিত জায়গা করে নিয়েছেন এই সপ্তাহের কানাডিয়ান প্রিমিয়ার লিগের সেরা একাদশে। সমিত ছাড়াও এই একাদশে আছেন কাভালরির ৩ ফুটবলার। ইয়র্ক ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে দুই গোলদাতা টোবিয়াস ওয়ারচেস্কি ও ফ্রেজার এয়ার্ড জায়গা করে নিয়েছেন সপ্তাহের সেরা একাদশে। এ ছাড়া আছেন দলটির আরেক মিডফিল্ডার সার্জিও কামার্গো।

সমিতকে দ্রুতই দলে পাওয়ার চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলা থেকে আর মাত্র এক ধাপ দূরে আছেন ২৭ বছর বয়সী এ ফুটবলার। গত ১ মে কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পেয়েছেন। গতকাল হাতে পেয়েছেন বাংলাদেশের পাসপোর্ট। এখন শুধু ফিফার অনুমোদনের অপেক্ষা।

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

আন্তর্জাতিক ব্যাডমিন্টনে সোনার লড়াইয়ে বাংলাদেশের জুমার-ঊর্মি

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান