হোম > খেলা

এ কোন সাকিব

ছবিটি দেখে যে কেউ ভড়কে যেতেই পারেন। পিপিই, মাথায় স্কার্ফ, মুখে দুই স্তর বিশিষ্ট মাস্ক । ছবির মানুষটি কে, এমন কৌতূহল জাগতেই পারে। তিনি আর কেউ নন, সাকিব আল হাসান।

কাল এমন বেশে তোলা ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন সাকিব। সেখানে তিনি লিখেছেন, ‘করোনার বিরুদ্ধে যুদ্ধ।’ আসলেই তো যুদ্ধ। সাকিবদের যুদ্ধটা শুধু করোনার বিরুদ্ধে নয়, লড়াই হবে তাদের মাঠেও।

এই করোনাভীতি নিয়েই কাল শুরু হচ্ছে আইপিএলের ১৪তম সংস্করণ। চেন্নাইয়ে বাংলাদেশ সময় রাত ৮টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মুম্বাই-বেঙ্গালুরু। সাকিবের দল কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ অবশ্য আরও দুদিন পর। ১১ এপ্রিল প্রথম ম্যাচে প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ।

করোনার মধ্যেই সাকিবরা ঝালিয়ে নিয়েছেন। নিজেরা ছোট ছোট দলে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলেছেন। প্রথম প্রস্তুতি ম্যাচে ভালো না করলেও দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সাকিব ফিরে এসেছেন। বোলিংয়ে ৪ ওভারে ৮ রানে ২ উইকেটের সঙ্গে ব্যাটিংয়ে করেছেন ১০ বলে ১৭ রান। আইপিএলে ভালো করতে সাকিব যে উন্মুখ হয়ে আছেন সেটা তাঁর অনুশীলন দেখেই বোঝা গেছে। কদিন আগে এক ক্রিকেট ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, আইপিএল তিনি এক ম্যাচে সেঞ্চুরি আর ৫ উইকেট নেওয়ার স্বপ্ন দেখেন। ওয়ানডেতে তিন নম্বর ব্যাটিং পজিশনে ধারাবাহিক ভালো করায় সাকিবকে কলকাতা দলেও তিনে দেখতে চান ধারাভাষ্যকার হার্শা ভোগলে।

করোনা মহামারির দ্বিতীয় ঢেউ এরই মধ্যে উপরে উঠতে শুরু করেছে ভারতেও। সংক্রমণ আর মৃত্যুর হার বাড়ছে লাফিয়ে লাফিয়ে। দর্শকশূন্য মাঠে আইপিএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। টুর্নামেন্ট পেছাতে বা বাতিল করতে আগ্রহী নন আয়োজকেরা।

এত কঠিন পরিস্থিতিতেই আইপিএল হচ্ছে। পরিস্থিতি যত কঠিনই হোক, কোনো কিছুই যে থেমে থাকে না, সে বার্তাই দিচ্ছে আইপিএল।

 

 

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

শ্রীলঙ্কার জালে ৫ গোল দিয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস