হোম > খেলা > ক্রিকেট

বিজয়ের মাসে মুক্তিযুদ্ধ-মুক্তিযোদ্ধাদের প্রতি তানজিম সাকিবের শ্রদ্ধা

ক্রীড়া ডেস্ক    

তানজিম হাসান সাকিব। ছবি: এক্স

এদেশের মানুষের কাছে ডিসেম্বর মানেই বিজয়ের আরেক নাম। ১৯৭১ সালের এই মাসেই দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর পাক হানাদার বাহিনীর কাছ থেকে স্বাধীন হয়েছিল বাংলাদেশ, জন্ম হয়েছিল নতুন একটি সূর্যের। তাই ডিসেম্বর এলেই আলাদাভাবে বীর শহীদদের স্মরণ করে গোটা জাতি।

এবারও ব্যতিক্রম হচ্ছে না। ডিসেম্বর শুরু হতেই শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছে গোটা জাতি। ফেসবুকে নিজেদের মতো করে আবেগ মিশিয়ে শহীদদের প্রতি ভালোবাসা প্রকাশ করছেন সবাই। তানজিম হাসান সাকিবও পিছিয়ে নেই। বিজয়ের মাসে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানালেন বাংলাদেশ ক্রিকেট দলের এই পেসার। একাত্তরে যাঁরা রক্ত দিয়েছেন তাঁদের প্রতি গোটা জাতি ঋণী বলে মনে করেন তিনি।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সাকিব লিখেছেন, ‘আমি মুক্তিযুদ্ধকে নিয়ে গর্ববোধ করি। আমি মুক্তিযোদ্ধাদের নিয়ে গর্ববোধ করি। যাদের ছিলো না ট্রেনিং, যারা প্রশিক্ষিত ছিলেন না, কিভাবে যুদ্ধ করতে হবে জানতেন না, তারপরও দেশের টানে মাটির টানে পাক হানাদার প্রশিক্ষিত আর্মিদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিলেন। যারা আমদের ভীতু জাতি থেকে সাহসী জাতি করেছিলেন যাদের কারণে আমি আজ বাংলাদেশের পতাকা বিশ্বের বুকে ক্রিকেটের মাধ্যমে তুলে ধরতে পারছি, তাদের নিয়ে আমি গর্ব বোধ করি। বাংলাদেশের প্রকৃত হিরো প্রকৃত সেলিব্রিটি আমাদের মুক্তিযুদ্ধারা।’

বর্তমানে বাংলাদেশ দলের নিয়মিত মুখ সাকিব। ২০২৩ সালের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেন সিলেটের এই বোলার। পরবর্তীতে বাকি ২ সংস্করণেও অভিষেক হয় তাঁর। এখন পর্যন্ত দেশের জার্সিতে ১ টেস্ট, ১৫ ওয়ানডের পাশাপাশি ৪০টি টি-টোয়েন্টি খেলেছেন। সব সংস্করণ মিলিয়ে ঝুলিতে পুরেছেন ৭২ উইকেট।

আয়ারল্যান্ড সিরিজ শেষে আপাতত অবসর সময় কাটছে সাকিবের। আগামী ২৬ ডিসেম্বর বিপিএল দিয়ে মাঠে ফেরার কথা রয়েছে তাঁর। এই টুর্নামেন্ট শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ। সে দলের অপরিহার্য সদস্য সাকিব। ইনজুরিতে না পড়লে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পেস বিভাগের অন্যতম দায়িত্ব পালন করতে দেখা যাবে তাঁকে।

৪৩৩ রান করে নিজেদের রেকর্ড ভেঙে নতুন করে গড়ল ভারত

মেসি জ্বরে কাঁপছে ভারত, তৈরি হয়েছে ৭০ ফুট উচ্চতার ভাস্কর্য

ভারতকে এত বেশি হারাতে পারেনি আর কোনো দল

শিশু সাজিদের মৃত্যুতে শোকাহত তাসকিন, চাইলেন দোয়া

বসুন্ধরা-মোহামেডানের শিরোপার গতিপথ নির্ধারণী ম্যাচ

ডাফির বোলিং তোপে তিন দিনেই হারল ওয়েস্ট ইন্ডিজ

বিকেলে বসুন্ধরা-মোহামেডান লড়াই, কীভাবে দেখবেন

‘আগে জানত না, বিশ্বকাপের পর এখন বাংলাদেশকে সবাই চেনে’

বিসিবিতে আসা মার্শাল কীভাবে ফিক্সিংয়ে জড়িত ক্রিকেটারদের ধরেন

বিশ্বকাপে কলকাতায় বাংলাদেশের ম্যাচ দেখবেন ১৩৫ টাকায়