বিগ ব্যাশ খেলতে এরই মধ্যে রিশাদ হোসেন পৌঁছে গেছেন অস্ট্রেলিয়ায়। বিগ ব্যাশের ফ্র্যাঞ্চাইজি দল হোবার্ট হারিকেনসের জার্সিতে ফটোসেশনও করেছেন। এখন শুধু তাঁর মাঠে নামার অপেক্ষা।
নিজের অফিশিয়াল ফেসবুক পেজে আজ রিশাদ একটি ছবি পোস্ট করেছেন। হোবার্ট হারিকেনসের জার্সি পরা রিশাদ যেখানে দাঁড়িয়ে, তাঁর ডানপাশে লেখা হারিকেনস ক্যাফে। ক্যাপশনে রিশাদ লিখেছেন, ‘অবশেষে হোবার্ট হারিকেনসের জার্সি পরলাম। দারুণ লাগছে পরে। এখন চোখ ম্যাচে।’ ১৪ ডিসেম্বর পার্থ স্করচার্চ-সিডনি সিক্সার্স ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৫-২৬ মৌসুমের বিগ ব্যাশ। তবে রিশাদের দল মাঠে নামছে বিজয় দিবসের দিন। ১৬ ডিসেম্বর সিডনি থান্ডারের বিপক্ষে ম্যাচ দিয়ে হোবার্ট হারিকেনস বিগ ব্যাশ অভিযান শুরু করবে।
অ্যাডিলেড স্ট্রাইকার্স, ব্রিসবেন হিট, মেলবোর্ন রেনেগেডস, মেলবোর্ন স্টার্স, সিডনি থান্ডার, সিডনি সিক্সার্স, হোবার্ট হারিকেনস, পার্থ স্করচার্চ—এই আট দল নিয়ে হচ্ছে এবারের বিগ ব্যাশ। লিগ পর্বে প্রত্যেক দল দশটি করে ম্যাচ পাচ্ছে। রিশাদের গ্রুপ পর্বের ১০ ম্যাচের মধ্যে আটটিই বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে শুরু হবে। ব্যতিক্রম শুধু ২৬ ডিসেম্বর ও ১১ জানুয়ারির দুটি ম্যাচ। ২৬ ডিসেম্বর বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ মিনিটে শুরু হবে হোবার্ট হারিকেনস-পার্থ স্করচার্চ ম্যাচ। ১১ জানুয়ারি বাংলাদেশ সময় সকাল ৯টা ৫ মিনিটে মাঠে গড়াবে হোবার্ট হারিকেনস-সিডনি সিক্সার্স। হোবার্টের গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১৪ জানুয়ারি। সেই ম্যাচে রিশাদদের প্রতিপক্ষ ব্রিসবেন হিট। ফাইনালসহ প্লে অফের চার ম্যাচ হবে ২১ থেকে ২৫ জানুয়ারি। শিরোপা নির্ধারণী ম্যাচটি হবে ২৫ জানুয়ারি।
বিগ ব্যাশে গত বারও হোবার্ট হারিকেনস নিয়েছিল রিশাদকে। তবে বাংলাদেশের লেগস্পিনার সেবার খেলতে পারেননি অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজি লিগে। বিপিএলের বাইরে গ্লোবাল সুপার লিগ, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা হয়েছে তাঁর। এ বছর পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে ৭ ম্যাচে ৯.৩৩ ইকোনমিতে নিয়েছেন ১৩ উইকেট। তাঁর দল চ্যাম্পিয়নও হয়েছে পিএসএলে।
তারিখ প্রতিপক্ষ শুরুর সময়
১৬ ডিসেম্বর সিডনি থান্ডার বেলা ২টা ১৫ মিনিট
১৮ ডিসেম্বর মেলবোর্ন স্টার্স বেলা ২টা ১৫ মিনিট
২১ ডিসেম্বর মেলবোর্ন রেনেগেডস বেলা ২টা ১৫ মিনিট
২৬ ডিসেম্বর পার্থ স্করচার্চ বিকেল ৪টা ১৫ মিনিট
২৯ ডিসেম্বর মেলবোর্ন রেনেগেডস বেলা ২টা ১৫ মিনিট
১ জানুয়ারি পার্থ স্করচার্চ বেলা ২টা ১৫ মিনিট
৩ জানুয়ারি সিডনি থান্ডার বেলা ২টা ১৫ মিনিট
৯ জানুয়ারি অ্যাডিলেড স্ট্রাইকার্স বেলা ২টা ১৫ মিনিট
১১ জানুয়ারি সিডনি সিক্সার্স সকাল ৯টা ৫ মিনিট
১৪ জানুয়ারি ব্রিসবেন হিট বেলা ২টা ১৫ মিনিট