হোম > খেলা > ফুটবল

আলভারেজের গোল নিয়ে মুখ খুলল উয়েফা, বসতে চায় ফিফার সঙ্গে

ক্রীড়া ডেস্ক    

হুলিয়ান আলভারেজ। ছবি: এএফপি

গুরুত্বপূর্ণ সময়ে হুলিয়ান আলভারেজের টাইব্রেকারে করা গোল বাতিল করেন রেফারি। চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে আর্জেন্টাইন তারকার পেনাল্টি শটটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। ম্যাচ জিতলেও টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হেরে শেষ ষোলো থেকে বিদায় নেয় আতলেতিকো।

কিন্তু আলভারেজের সেই বাতিল গোলের রেশ কাটছেই না। বিতর্কের মধ্যে অভিযোগ নিয়ে উয়েফার কাছে যায় আতলেতিকো। অভিযোগ গুরুত্বের সঙ্গে নিয়ে ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি। তবে স্পট কিক পরীক্ষা-নিরীক্ষা করে দেখে তারা জানিয়েছে, সঠিক সিদ্ধান্তই নিয়েছেন রেফারি।

উয়েফা এক বিবৃতিতে জানায়, খুবই হালকা করে হলেও বল দুইবার স্পর্শ করেছিলেন আলভারেজ। কিক নেওয়ার আগে ওই খেলোয়াড় যে পায়ে দাঁড়িয়েছিলেন, মৃদু হলেও সেই পা বল স্পর্শ করেছিল, যা ভিডিও ক্লিপে দেখা গেছে। বর্তমান নিয়ম (গেমের আইন, আইন ১৪.১) অনুযায়ী, গোল বাতিল করার জন্য রেফারিকে ভিএআরের ইশারা দিতেই হতো।

তবে উয়েফা এটা নিয়ে আরও বসতে চায়, দুইবার স্পর্শ যদি পরিষ্কারভাবে অনিচ্ছাকৃত হয় তাহলে নিয়ম পর্যালোচনা করা উচিত হবে কি-না, এ নিয়ে ফিফা ও আইএফএবির সঙ্গে আলোচনা করবে তারা।

সেঞ্চুরি, ১০৭ মিটার ছক্কা ও এক ওভারে ৩২ রান নিয়ে স্মিথের ইতিহাস

চট্টগ্রামের কাছে হেরে সবার আগে নোয়াখালীর বিদায়

বিপিএলের শেষে এসেই কেন অধিনায়ক বদলাল রংপুর

বিসিবির সঙ্গে কথা বলতে আসছে আইসিসির প্রতিনিধিদল, হতে পারে সমাধান

বিপিএলে সেরা বোলিংটা আজই করলেন শরীফুল

বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল আফগানিস্তান

রংপুরের অধিনায়কত্ব লিটনের কাছে কোনো ‘বোঝা’ নয়

বিপিএলের সূচি পরিবর্তনের ধকল যাবে ক্রিকেটারদের ওপর দিয়েই

ভারতকে হারালে সবচেয়ে বেশি খুশি হয় বাংলাদেশ, বলছেন মিরাজ

‘অপরিচিত নম্বর থেকে ক্রিকেটারদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে’