হোম > খেলা

পাকিস্তানকে নিয়ে চিন্তিত নন মিরাজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আফগানিস্তানের বিপক্ষে গতকাল দুর্দান্ত জয়ে সুপার ফোর নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। সুপার ফোর নিশ্চিত হওয়ায় লাহোরে আরেকটি ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হতে হবে তাদের। আফগানদের বিপক্ষে ওপেনিংয়ে খেলা মেহেদী হাসান মিরাজকে সে ক্ষেত্রে সামলাতে হতে পারে শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফদের। 

তবে আফগান ম্যাচের সেঞ্চুরিয়ান মিরাজ এ নিয়ে একদমই চিন্তিত নন। পাকিস্তানের দুর্দান্ত পেস আক্রমণ সামলাতে কতটা প্রস্তুত—এই প্রশ্নে মিরাজ গতকাল ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমি সব সময় যেকোনো বোলারকে সামলাতে প্রস্তুত। এটা আমার জন্য নতুন যাত্রা (ওপেনিংয়ে)। যদি টিম ম্যানেজমেন্ট সুযোগ দেয়, আমি সেখানে খেলার জন্য সামর্থ্য রাখি পরের ম্যাচে।’ 

পরে আরেক প্রশ্নে উঠে আসে শাহিন আফ্রিদির নাম। নতুন বলে নিয়মিতই প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে ভাঙন ধরান এই বাঁহাতি পেসার। তিনি কতটা ভয়ংকর হয়ে দেখা দিতে পারেন প্রশ্নে মিরাজ বলেছেন, ‘আমি কোনো বোলারকে নিয়ে চিন্তিত না (শাহিন আফ্রিদির সম্পর্কে)। আমি ক্রিজে গিয়ে ভালো খেলতে চাই। এটা আমার জন্য দারুণ সুযোগ পরের ম্যাচেও। ওপেনিং না হলেও হয়তো টপ অর্ডারে খেলতে পারি। ওপেন করতে পারলে টপ অর্ডারেও খেলতে পারব।’ 

টপ অর্ডার কিংবা ওপেনিংয়ে খেলানো পুরোপুরি টিম ম্যানেজমেন্টের হাতে ছেড়ে দিয়েছেন মিরাজ। গতকাল ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বার ওপেন করতে নেমে ১১২ রানের স্মরণীয় একটি ইনিংস খেলেছেন এই অলরাউন্ডার। পরে গুরুত্বপূর্ণ সময়ে একটি উইকেটও নিয়েছেন।

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

ঢাকায় বিশ্বকাপ ট্রফির সঙ্গে আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত