হোম > খেলা

ভারতীয় অ্যাথলেটকে হারিয়ে স্বর্ণ পাকিস্তানের

অলিম্পিকে অংশ নিতে প্যারিসে পৌঁছানো সহজ ছিল না আরশাদ নাদিমের। শেষ পর্যন্ত পৃষ্ঠপোষক হিসেবে এগিয়ে এসেছিল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল মুলতান সুলতানস। কঠিন পথই যেন অ্যাথলেটকে আরও লড়াকু হিসেবে পরিণত করল, যার সুফল পেলেন অলিম্পিকের মঞ্চে।

বর্শা নিক্ষেপে ভারতের গত টোকিও অলিম্পিকের চ্যাম্পিয়ন নিরাজ চোপড়াকে হারিয়ে, স্বর্ণ জিতলেন পাকিস্তানের আরশাদ। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ পাকিস্তানের কাটল ৩২ বছরের স্বর্ণ পদকের খরা। আরশাদের কল্যাণে অ্যাথলেটিকসে প্রথমবারের মতো স্বর্ণ পদকও পেল তারা।

দ্বিতীয় নিক্ষেপে ৯২.৯৭ মিটার দূরে বর্শা ছোড়েন আরশাদ। অলিম্পিকের ইতিহাসে এই ইভেন্টের তালিকায় যেটি ষষ্ঠ নম্বরে জায়গা করে নিয়েছে। অলিম্পিকে এবারও সোনার পদক ধরে রাখার সম্ভাবনায় এগিয়ে ছিলেন চোপড়া। তবে ফাইনালে পুরোটা সময় ছিলেন অচেনা। প্রথম পাঁচ প্রচেষ্টায় ফাউল করার পর, শেষবার ৮৯.৪৫ মিটার ছুড়ে জেতেন রুপা। গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স ৮৮.৫৪ মিটার ছুড়ে জেতেন ব্রোঞ্জ।

টোকিও অলিম্পিকে চোপড়া হয়েছিলেন চ্যাম্পিয়ন, আরশাদ হয়েছিলেন পঞ্চম। ২৭ বছর বয়সী আরশাদ সর্বশেষ কমনওয়েলথ গেমসেও জিতেছিলেন স্বর্ণ। অলিম্পিকে যেকোনো ইভেন্টে ১৯৯২ সালের পর প্রথম স্বর্ণ পদক জিতল পাকিস্তান।

আবারও কিংসের বড় জয়, রাকিবের হ্যাটট্রিক অ্যাসিস্ট

বিদায়ী ম্যাচের আগে আবেগপ্রবণ হয়ে পড়লেন মেসির সতীর্থ

ভারতের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হরভজন

সাকিবের রেকর্ড ভেঙে আইসিসির সেরাদের তালিকায় তাইজুল

‘রোনালদোর ক্ষুধা কখনোই শেষ হওয়ার নয়’

বীতশোক-ক্যাসপারদের লাতিন বাংলা সুপার কাপ দেখাবে না টিভিতে, দেখবেন কোথায়

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বকাপ ড্র আজ: বিশ্বের চোখ থাকবে যেখানে