হোম > খেলা

ফাইনালে ভারতকে পেতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক    

বাজি ধরার সুযোগ নেই কিউই-প্রোটিয়াদের নিয়ে। ছবি: এএফপি

দুবাইয়ে গত রাতে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে ভারত। লাহোরে আজ দ্বিতীয় সেমিফাইনালে খেলছে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। নক আউট পর্বের এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার।

একাদশে তিন পেসার ও দুই স্পিনার নিয়েছে নিউজিল্যান্ড। পেস আক্রমণে থাকছেন কাইল জেমিসন, ম্যাট হেনরি ও উইলিয়াম ও’রুর্ক। অধিনায়ক স্যান্টনারের সঙ্গে স্পিন আক্রমণে থাকছেন স্পিন বোলিং অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল। স্যান্টনার নিজেও বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার। গ্লেন ফিলিপস, রাচীন রবীন্দ্রও স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে কার্যকরী হয়ে উঠতে পারেন। ব্যাটিং লাইনআপে থাকছেন মিচেল, উইল ইয়াং, কেইন উইলিয়ামসন, টম ল্যাথামের মতো তারকারা। ল্যাথাম পরবেন উইকেটরক্ষকের গ্লাভস।

সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা দলে ফিরেছেন টেম্বা বাভুমা। তিনিই আজ দলতে নেতৃত্ব দেবেন। দুই পেসার কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডির সঙ্গে থাকছেন দুই পেস বোলিং অলরাউন্ডার উইয়ান মুলডার ও মার্কো ইয়ানসেন। স্পিন আক্রমণে কেশব মহারাজের সঙ্গে খন্ডকালীন স্পিনার হিসেবে কার্যকরী হতে পারেন এইডেন মার্করাম। ব্যাটিং লাইনআপে বাভুমা, মার্করামদের সঙ্গে হাইনরিখ ক্লাসেন, রাসি ফন ডার ডাসেনদের ঝড় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০.৩ ওভারে ১ উইকেটে ৫৭ রান করেছে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের একাদশ

মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, কাইল জেমিসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, উইল ও’রুর্ক, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, কেইন উইলিয়ামসন, উইল ইয়াং

দক্ষিণ আফ্রিকার একাদশ

টেম্বা বাভুমা (অধিনায়ক), মার্কো ইয়ানসেন, হাইনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, রাসি ফন ডার ডাসেন

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

স্বস্তিতে নেই ভারতও, অপেক্ষায় বিসিবি

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’

বাংলাদেশ ইস্যুতে কঠিন চাপে আইসিসি চেয়ারম্যান জয় শাহ

বিপিএলের মাঝপথে বড় ধাক্কা খেল চট্টগ্রাম

এমনি এমনি তো কারও ফোন নেয় না: ফিক্সিং ইস্যুতে বিসিবি পরিচালক