হোম > খেলা

আর্জেন্টিনার বিপক্ষেই ইতিহাসের সবচেয়ে বড় হার দেখল ব্রাজিল

ক্রীড়া ডেস্ক    

আর্জেন্টাইন স্ট্রাইকার অগাস্তিন রুবের্তো করেছেন দুর্দান্ত এক গোল। ছবি: এএফপি

দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ৭১ বছরের ইতিহাসে সবচেয়ে বড় হারই দেখল ব্রাজিল। সেটিও আবার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে। গতকাল রাতে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আলবিসেলেস্তেদের কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হয়েছে তারা। এই প্রতিযোগিতায় এটি ব্রাজিলের সবচেয়ে বড় হার।

ভেনেজুয়েলার মিসায়েল দেলগাদো স্টেডিয়ামে ম্যাচের ১১ মিনিটেই ৩ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ৬ষ্ঠ মিনিটে এগিয়ে দেন ইয়ার সুবিয়াব্রে। ৮ম মিনিটে দ্বিতীয় গোলটি করেন সদ্য ম্যানচেস্টার সিটিতে নাম লেখানো ১৯ বছর বয়সী ফরোয়ার্ড ক্লাদিও এচেভেরি। দুটি গোলেরই উৎস ছিলেন ভ্যালেন্তিনো আকুনা।

এর তিন মিনিট পর আত্মঘাতী গোল খেয়ে ৩-০ তে পিছিয়ে পড়ে ব্রাজিল। এই ব্যবধান নিয়েই বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফিরে আরও ৩ গোল করে আর্জেন্টিনা। ৫২ মিনিটে ব্যবধান বাড়ান অগাস্তিন রুবের্তো। দুই মিনিট পর নিজের দ্বিতীয় গোল করেন এচেভেরি। ৭৮ মিনিটে ব্রাজিলের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন সান্তিয়াগো হিদালগো। চিলিতে আগামী সেপ্টেম্বরে হবে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ। দক্ষিণ আমেরিকার এই চ্যাম্পিয়নশিপ থেকে শীর্ষ চার দল সুযোগ পাবে সেই বয়সভিত্তিক বিশ্বকাপে।

‘এ’ ও ‘বি’ দুটি গ্রুপে ভাগ হয়ে ১০টি দল দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে লড়ছে। গ্রুপের শীর্ষ তিন দলকে নিয়ে ছয় দলের রাউন্ড রবিন খেলা হবে। সেখান থেকে শীর্ষ চার দল জায়গা পাবে চিলি বিশ্বকাপে। জাতীয় দলের যে কোনো স্তর (অনূর্ধ্ব-১৫ থেকে সিনিয়র দল) বিবেচনায় ব্রাজিলের বিপক্ষে এটাই আর্জেন্টিনার সবচেয়ে বড় ব্যবধানের জয়। এর আগে ১৯৪০ সালে রোকা কাপে ব্রাজিলকে ৬-১ গোলে হারিয়েছিল আর্জেন্টাইনরা।

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট

সারা দেশে ১ বছরে ১০০ উইকেট বানাবে বিসিবি

রাজশাহীর লক্ষ্য নিয়ে কী বললেন সন্দীপ লামিচানে

পাকিস্তানি অলরাউন্ডারের কাছে বিপিএল সৌভাগ্যের টুর্নামেন্ট

বিপিএলকে বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন ইমন

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

১৬ হাজার রান করে শচীনের আরেক রেকর্ড ভাঙলেন কোহলি

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪