হোম > খেলা > ক্রিকেট

ওপরে তুলেই নিচে নামিয়েন না, সাংবাদিকদের হৃদয়ের পরামর্শ

ক্রীড়া ডেস্ক    

রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষে আছেন তাওহীদ হৃদয়। ছবি: রংপুর রাইডার্সের ফেসবুক পেজ

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওপেনারদের নিয়ে চিন্তিত বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। ফর্মে নেই তানজিদ হাসান তামিম, সাইফ হাসানরা। এই প্রসঙ্গে প্রশ্ন উঠতেই চটে যান হৃদয়। এই ব্যাটারের দাবি, ক্রিকেটারদের ওপরে তোলা ও নিচে নামানোর কাজটা করেন সাংবাদিকেরা। যেটা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

২০২৬ বিপিএলে ৩ নম্বর থেকে ওপেনিংয়ে উঠে দারুণ ব্যাট করছেন হৃদয়। ৪ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ২৭২ রান। আজ নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ১০৯ রানের ইনিংস খেলেন রংপুর রাইডার্সের এই ব্যাটার। সংবাদ সম্মেলনে হৃদয়ের প্রতি এক সাংবাদিকের প্রশ্ন ছিল, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে যদি ওপেনাররা ২-৩ ম্যাচে রান না পান, সে ক্ষেত্রে আমরা আপনাকে ওপেনিংয়ে দেখতে পারি কি না? উত্তরে সাইফ-তানজিদদের হয়েই যেন ব্যাট ধরলেন হৃদয়।

হৃদয় বলেন, ‘আমার মনে হয় যে, আপনারা খুব তাড়াতাড়ি একজনকে খুব ওপরে তোলেন আবার একজনকে তাড়াতাড়ি নিচে নামান। খেলোয়াড়দের পক্ষ থেকে আমি অনুরোধ করব, আপনারাও একটু ধৈর্য ধরেন। গত এক বছরে ওরা সবাই (ওপেনাররা) ভালো ব্যাট করেছে। শেষ কয়েকটা সিরিজও ভালো খেলেছে। তো কাকে রেখে কী…।’

বিপিএলের পারফরম্যান্স দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট বিচার করতে চান না হৃদয়, ‘বিপিএল তো আপনি হিসাব (ফর্ম) করতে পারবেন না। আন্তর্জাতিক ক্রিকেট আলাদা, বিপিএলও আলাদা। দোয়া করেন যেন ওরা ভালো করে। সবাই যেন ভালো করে। তাহলে আপনার জন্যও ভালো, আমার জন্যও ভালো, দেশের জন্যও ভালো।’

লিগপর্ব থেকে বিদায় নিয়েছে ঢাকা। ৯ ইনিংসে ১৩৩ রান করেছেন সাইফ। স্ট্রাইকরেট ১১৪.৬৫। আজ চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষেই করেন ৭৩ রান। অর্থাৎ প্রথম ৮ ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছিল ৬০ রান। রাজশাহীর হয়ে তামিমও বেশ অধারাবাহিক। ১০ ম্যাচে করেছেন ১৮৩ রান। এর মধ্যে ঢাকার বিপক্ষে লিগপর্বের দ্বিতীয় ম্যাচেই খেলেন ৭৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসটি ২৯ রানের—নোয়াখালীর বিপক্ষে দ্বিতীয় দেখায়। এসব পরিসংখ্যানই বলে দিচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কেমন সময় যাচ্ছে বাংলাদেশের দুই ওপেনারের।

প্লে-অফে কে কার বিপক্ষে খেলবে

কোহলির সেঞ্চুরিও পরও সিরিজ হারল ভারত

সান্ত্বনার জয়ে বিপিএল শেষ করল ঢাকা

চিঠির জবাব দিলেন বিসিবি পরিচালক নাজমুল

ফুটসালে বাংলাদেশের ছেলেদের প্রথম জয়

বিশ্বকাপে কি ওপেন করবেন হৃদয়

হৃদয়ের সেঞ্চুরিতে ভেস্তে গেল নবির ছেলের সেঞ্চুরি

বাংলাদেশের সমাধান না হলে পাকিস্তানও খেলবে না বিশ্বকাপে

পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা সমস্যার সমাধানে আইসিসির পদক্ষেপ

টি-টোয়েন্টিতে নবির ছেলের প্রথম সেঞ্চুরি