হোম > খেলা > ক্রিকেট

বৃষ্টি বাধার পর শুরু বাংলাদেশ-ভারত লড়াই, তবে...

ক্রীড়া ডেস্ক    

টস জিতেছে বাংলাদেশ। ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত আসে সেটা পরের বিষয়। চলমান টানাপোড়েনে এরই মধ্যে মাঠের লড়াইয়ে নেমেছে বাংলাদেশ ও ভারত। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে মুখোমুখি হয়েছে দুদল। টস জিতেছেন বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। আগে ফিল্ডিং করছে তাঁর দল।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, বাংলাদেশ ও ভারতের ম্যাচ শুরু হওয়ার কথা ছিল দুপুর দেড়টায়। কিন্তু বৃষ্টির কারণে টস হতে দেরি হয়। বৃষ্টি থামলে ১টা ১৮ মিনিটে টস হয়েছে। আপাতত বৃষ্টি থামলেও স্বস্তির খবর নেই ভক্তদের জন্য। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, বুলাওয়েতে আজ বৃষ্টির সম্ভাবনা ৮৭ শতাংশ। অর্থাৎ দিনের বেশিরভাগ সময়ই হানা দেবে ক্রিকেটের চিরশত্রু বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস সত্যি হলে ম্যাচ পরিত্যক্ত হওয়ার সম্ভাবনা বেশি।

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে সফলতম দল ভারত। এখন পর্যন্ত পাঁচটি শিরোপা জিতেছে তারা। আজকের ম্যাচেও ফেবারিট ভারত। তবে বাংলাদেশেরও আছে সুখস্মৃতি। ২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়েই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল আকবর আলীর দল। এটিই একমাত্র বিশ্বকাপ, যা জয়ের স্বাদ নিতে পেরেছে বাংলাদেশ। তাই ভারত ফেবারিট হলেও নিজেদের নিয়েও আত্মবিশ্বাসী তামিমরা।

দুই দলের একাদশ:

বাংলাদেশ: রিফাত বেগ, জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম, কালাম সিদ্দিকী, রিজান হোসেন, ফরিদ হাসান, সামিউন বশির রাতুল, শেখ পারভেজ জীবন, আল ফাহাদ, সাদ ইসলাম রাজিন, ইকবাল হোসেন ইমন।

ভারত: আয়ুশ মাত্রে, বৈভব সূর্যবংশী, ভেদান্ত ত্রিভেদী, ভিহান মালহোত্রা, আভিগান কুন্ডু, হারভানশ পাঙ্গালিয়া, আরএস আমব্রিশ, কানিশক চৌহান, হেনিল প্যাটেল, দীপেন্দ্র দেভেন্দ্রান, খিলান প্যাটেল।

বাংলাদেশ-ভারত ম্যাচেও আলোচনায় ‘নো হ্যান্ডশেক’

পিছিয়ে থেকেও বাংলাদেশের স্বস্তির ড্র

ঢাকা কি রংপুরের প্লে-অফের পথে বাধা হয়ে দাঁড়াবে

বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে দলে বাংলাদেশের সাবেক কোচ

বিপিএলে ২০০ রানের দেখা নেই, কারণ কী

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সাবেক আফগান পেসার

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে বাংলাদেশের

বাংলাদেশের বিশ্বকাপ-জট খুলবে কি

মঈন ঝড় থামিয়ে কোয়ালিফায়ারে রাজশাহী

বিপিএল থেকে বাদ পড়ে নবিকে নিয়ে হাহাকার নোয়াখালী অধিনায়কের