হোম > খেলা

ভারত-অস্ট্রেলিয়ার রেকর্ডও ভেঙে দিল মালয়েশিয়া 

এশিয়ান গেমস ক্রিকেটে কদিন আগে রানের পাহাড় গড়েছিল নেপাল। ৩১৪ রান করে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর নিজেদের নামে করে নেয় নেপাল। নেপালের পর এই টুর্নামেন্টে আজ রানের ফোয়ারা ছুটিয়েছে মালয়েশিয়া। রানের পাহাড় গড়ে মালয়েশিয়া ভেঙে দিল ভারত-অস্ট্রেলিয়ার মতো ক্রিকেট পরাশক্তিদের রেকর্ডও। 

ঝেজিয়াং ইউনিভার্সিটি অফ ক্যাম্পাস টেকনোলজি ক্রিকেট ফিল্ডে এশিয়ান গেমসে আজ মুখোমুখি হয়েছিল মালয়েশিয়া-থাইল্যান্ড। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মালয়েশিয়ান অধিনায়ক আহমেদ ফাইজ। প্রথমে ব্যাটিং নিয়ে ২০ ওভারে ৪ উইকেটে ২৬৮ রান করেছে মালয়েশিয়া। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে এটা চতুর্থ সর্বোচ্চ দলীয় স্কোর। মঙ্গোলিয়ার বিপক্ষে নেপালের ৩১৪ রান আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ স্কোর। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা আফগানিস্তান ও চেক প্রজাতন্ত্র দুটো দলেরই স্কোর ২৭৮ রান। অস্ট্রেলিয়ার নিজেদের সর্বোচ্চ দলীয় স্কোর ২৬৩। আর নিজেদের ইতিহাসে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের সর্বোচ্চ দলীয় স্কোর ২৬০। 

মালয়েশিয়ার রেকর্ড গড়ার দিনে সেঞ্চুরি করেছেন সৈয়দ আজিজ। ৫৬ বলে ১৩ চার ও ৯ ছক্কায় ১২৬ রান করেছেন আজিজ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটাই মালয়েশিয়ার ওপেনারের প্রথম সেঞ্চুরি। ব্যাটারদের রাজত্বের দিনে মালয়েশিয়ান বোলাররাও রাজত্ব করেছেন। ২০ ওভারে ৯ উইকেটে ৭৪ রান করতে পারে থাইল্যান্ড। ১৯৪ রানের জয়ে মালয়েশিয়া নিজেদের ইতিহাসে রানের হিসাবে সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড গড়ে। 

দল                    স্কোর                 প্রতিপক্ষ         সাল 
নেপাল              ৩১৪/৩             মঙ্গোলিয়া      ২০২৩ 
আফগানিস্তান    ২৭৮/৩           আয়ারল্যান্ড       ২০১৯ 
চেকপ্রজাতন্ত্র     ২৭৮ /৪              তুরস্ক            ২০১৯ 
মালয়েশিয়া        ২৬৮/৪             থাইল্যান্ড        ২০২৩ 
অস্ট্রেলিয়া         ২৬৩/৩             শ্রীলঙ্কা           ২০১৬ 
শ্রীলঙ্কা             ২৬০ /৬            কেনিয়া           ২০০৭ 
ভারত               ২৬০/৫             শ্রীলঙ্কা            ২০১৭

বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডের সঙ্গে কথা হয়নি আইসিসির

রংপুরের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেটের বার্তা সিলেটের

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ, আরও যাঁরা আছেন

বিসিবিকে ২১ জানুয়ারির ডেডলাইনের ব্যাপারে কিছু বলেনি আইসিসি

ভারত সিরিজের চেয়ে বিপিএলকে বেশি গুরুত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার

বাংলাদেশ না খেললে বিশ্বকাপে স্কটল্যান্ড

বাংলাদেশকে ‘সমর্থন’ জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি বন্ধ রাখল পাকিস্তান

এবার নেপালকে হারাল বাংলাদেশের মেয়েরা

আইপিএলের মতো ‘সিস্টেম’ এবার চালু হচ্ছে পিএসএলেও

হারের পর রেফারিকে দুষছে বার্সেলোনা