হোম > খেলা > ফুটবল

পেরুর ক্লাবকে হারাতেও ঘাম ছুটে গেল মেসিদের

ক্রীড়া ডেস্ক    

গোল করতে পারেননি লিওনেল মেসি। তবে তাঁর দল ইন্টার মায়ামি জিতেছে পেনাল্টি শুটআউটে। ছবি: এএফপি

পেনাল্টি শুটআউটে ইন্টার মায়ামির জয় এখন অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। দুটি প্রীতি ম্যাচেই টাইব্রেকারে জিতেছে লিওনেল মেসি-লুইস সুয়ারেজদের মায়ামি। পেরুর এক ক্লাবের বিপক্ষেও আজ মেসিদের জয় এসেছে এভাবেই।

বাংলাদেশ সময় আজ সকালে ক্লাব প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে ক্লাব ইউনিভার্সিটারিও দি দেপোর্তেস এবং ইন্টার মায়ামি। প্রীতি ম্যাচের পেনাল্টি শুটআউটেও লড়াইটা হয়েছে হাড্ডাহাড্ডি। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৫-৪ গোলে জিতেছে মায়ামি। জয়সূচক গোলটা করেছেন ইয়ানিক ব্রাইট।

মূল ম্যাচে ইউনিভার্সিটারিও-ইন্টার মায়ামি লড়াই হয়েছে সমানে সমানে। ৫৯ শতাংশ বল দখলে রেখে মায়ামি প্রতিপক্ষের লক্ষ্য বরাবর নেয় ২ শট। ইউনিভার্সিটারিও বল দখলে রাখে ৪১ শতাংশ। তবে মায়ামির লক্ষ্য বরাবর তারা নেয় ৫ শট।

৯০ মিনিট পেরিয়ে অতিরিক্ত ৫ মিনিট পর্যন্ত খেলা হলেও কোনো দল লক্ষ্যভেদ করতে পারেনি। মেসি, সুয়ারেজ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। কখনো ফিনিশিংয়ের দুর্বলতা, কখনোবা ইউনিভার্সিটারিও ডিফেন্ডারদের দৃঢ়তায় তা সম্ভব হয়নি। পেরুর ক্লাবটির গোলরক্ষক সেবাস্তিয়ান ব্রিতোসও ছিলেন দুর্দান্ত।

মূল ম্যাচ গোলশূন্য ড্র হওয়ার পর ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। টাইব্রেকারে হুলিয়ান গ্রেসেল, সান্তিয়াগো মোরালেস, দাভিড রুইজ, বেঞ্জামিন ক্রেমাশ্চি, ব্রাইট—মায়ামির পাঁচ ফুটবলারই গোল করেছেন। ইউনিভার্সিটারিওর জাইরো ভেলেজ গোল করতে পারেননি। এটাতেই মূলত পিছিয়ে গেছে ক্লাবটি।

এর আগে গত ১৯ জানুয়ারি এ বছরের প্রথম ম্যাচ খেলতে নামে ইন্টার মায়ামি। অ্যালেজিয়েন্ট স্টেডিয়ামে ক্লাব আমেরিকা-ইন্টার মায়ামি মূল ম্যাচ ড্র হয়েছিল ২-২ গোলে। শেষ পর্যন্ত সেই ক্লাব প্রীতি ম্যাচে ৩-২ গোলে পেনাল্টি শুটআউটে ইন্টার মায়ামি জিতেছিল।

৩ ফিফটিতে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার দিন

জুয়া-কাণ্ডে তুরস্কের ২৯ ফুটবলারকে গ্রেপ্তারের নির্দেশ

আবারও কিংসের বড় জয়, রাকিবের হ্যাটট্রিক অ্যাসিস্ট

বিদায়ী ম্যাচের আগে আবেগপ্রবণ হয়ে পড়লেন মেসির সতীর্থ

ভারতের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হরভজন

সাকিবের রেকর্ড ভেঙে আইসিসির সেরাদের তালিকায় তাইজুল

‘রোনালদোর ক্ষুধা কখনোই শেষ হওয়ার নয়’

বীতশোক-ক্যাসপারদের লাতিন বাংলা সুপার কাপ দেখাবে না টিভিতে, দেখবেন কোথায়

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ