করোনা আক্রান্ত হলেন ভারতের কিংবদন্তী ক্রিকেটার শচীন রমেশ টেন্ডুলকার। আজ শনিবার সকাল ১০টা ৪৬ মিনিটে এক টুইট বার্তায় শচীন নিজেই এ তথ্য নিশ্চিত করেন।
শচীন জানিয়েছেন, তার শরীরে কোভিড–১৯–এর মৃদু লক্ষণ দেখা যাচ্ছে। তিনি এখন নিজের ঘরেই আইসোলেশনে আছেন।
তবে বাড়ির বাকি সবাই করোনা নেগেটিভ। চিকিৎসকদের পরামর্শ মেনে চলছেন বলেও টুইটে উল্লেখ করেছেন শচীন।
টুইটে তার চিকিৎসায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি দেশের সকল স্বাস্থ্যকর্মীকে ধন্যবাদ জানিয়েছেন শচীন। সেই সঙ্গে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান।