হোম > খেলা > ফুটবল

২০২৬ বিশ্বকাপের জার্সি নিয়ে উত্তাল ব্রাজিল

ক্রীড়া ডেস্ক    

ভিনিসিয়ুসের জার্সিটি ২০২৬ বিশ্বকাপের সম্ভাব্য অ্যাওয়ে জার্সি। পাশের জার্সিটি পরে ১৯১৭-১৯ পর্যন্ত খেলেছে ব্রাজিলের জাতীয় দল। ছবি: সংগৃহীত

নতুন কোচ নিয়োগ নিয়ে ঝক্কির মধ্যে আছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এর মধ্যে যোগ হলো নতুন বিতর্ক। ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ব্রাজিল জাতীয় দলের সম্ভাব্য নতুন অ্যাওয়ে জার্সির একটি ছবি ফাঁস হওয়ার পর দেশটিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এ বিতর্ক শুধু তাদের ক্রীড়াঙ্গনে নয়, ছড়িয়ে পড়েছে ব্রাজিলের রাজনৈতিক অঙ্গনেও। এক রকম উত্তাল ব্রাজিল। এ নিয়ে বিবৃতিতে বাধ্য হয়েছে সিবিএফ।

স্বনামধন্য ফুটবল বিষয়ক ওয়েবসাইট ‘ফুটি হেডলাইনস’ প্রথম খবরটি প্রকাশ করে, যেখানে দাবি করা হয়—পরবর্তী বিশ্বকাপে ব্রাজিল ঐতিহ্যবাহী নীল অ্যাওয়ে জার্সির পরিবর্তে পরতে পারে একটি লাল জার্সি, যার ডিজাইনে থাকবে কালো রঙের ছোঁয়া। ১৯১৭ থেকে ১৯১৯ সালের মধ্যে ব্রাজিলের জাতীয় দল যে লাল জার্সি পরত, সেই নতুন ডিজাইনটি তারই একটি আধুনিক রূপে নিয়ে আসা হয়েছে। ১০৬ বছর আগের সেই জার্সিরও ছবি সামনে এনেছে তারা।

মুহূর্তের মধ্যে সেটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। তারপরই শুরু হয় বিতর্ক, সমালোচনার ঝড়। অনেকেই এমন পরিবর্তনকে ব্রাজিলের ফুটবলের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছেন। কারও কারও দৃষ্টিতে এটি নিছক অপ্রয়োজনীয় ‘রঙের রাজনীতি’। বিতর্কটি নতুন মাত্রা পায় যখন ব্রাজিলের রাজনৈতিক মহলেও তা নিয়ে প্রতিক্রিয়া আসতে শুরু করে।

সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো-সমর্থক ও ডানপন্থী রাজনৈতিক গোষ্ঠীগুলো জার্সির লাল রংকে বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভার বামপন্থী রাজনৈতিক দর্শনের প্রতীক হিসেবে ব্যাখ্যা করতে শুরু করেন। তাদের ভাষায়, ‘আমাদের পতাকা কখনো লাল হবে না!’ ডানপন্থী সংসদ সদস্য জে ত্রোভাও এমনকি একটি বিলও প্রস্তাব করেছেন, যেখানে বলা হয়েছে—ব্রাজিলকে প্রতিনিধিত্বকারী যেকোনো প্রতীক বা পোশাকে কেবল জাতীয় পতাকার রং—সবুজ, হলুদ, নীল এবং সাদা—ব্যবহার করা যাবে।

জার্সি নিয়ে প্রতিক্রিয়ার মুখে ব্রাজিল ফুটবল ফেডারেশনও (সিবিএফ) মুখ খুলতে বাধ্য হয়েছে। এক বিবৃতিতে তারা জানায়, ফাঁস হওয়া ডিজাইনটি চূড়ান্ত নয়, এটি একটি প্রাথমিক খসড়া মাত্র। নাইকির সঙ্গে চূড়ান্ত আলোচনার পরেই নতুন জার্সির বিষয়টি নিশ্চিত করা হবে।

৮ গোলের থ্রিলারে ভারতকে রুখে দিল বাংলাদেশ

প্রথমবার বাংলাদেশে এসেই মুগ্ধ ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

বিশ্বকাপের ইস্যু বিসিবি ঠিকভাবেই দেখছে, বিশ্বাস তানজিদের

বিশ্বকাপের আগে চার দিনে তিন ম্যাচ খেলবে পাকিস্তান-অস্ট্রেলিয়া

বিগ ব্যাশে মুগ্ধতা ছড়িয়েই যাচ্ছেন রিশাদ

ফাইনালের লড়াইয়ে সালাহ-মানে, দিয়াজ-ওসিমেন

‘ইংল্যান্ড ক্রিকেটে মদপানের কোনো সংস্কৃতি নেই’

বড় বিদেশি তারকা ছাড়াই তাহলে বিপিএলের শেষ পর্ব

সাড়ে ৪ বছর পর হারানো সিংহাসন ফিরে পেলেন কোহলি

চ্যাম্পিয়নস লিগ জিতে কত টাকা পেল পিএসজি