হোম > খেলা > ক্রিকেট

চ্যাম্পিয়ন হয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে সেনেগালের ইতিহাস, বাংলাদেশ কোথায়

ক্রীড়া ডেস্ক    

ফাইনালে মরক্কোকে হারিয়েছে সেনেগাল। ছবি: সংগৃহীত

আফ্রিকান কাপ অব নেশনসের ফাইনালে নাটকীয়তা শেষে মরক্কোকে ১–০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে সেনেগাল। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট পরে ফিফা র‍্যাঙ্কিংয়ে ইতিহাস গড়েছে সাদিও মানেরা। আন্তর্জাতিক ফুটবল সংস্থা প্রকাশিত সবশেষ র‍্যাঙ্কিংয়ে ৭ ধাপ উন্নতি করেছে সেনেগালিজরা।

১৭০৬.৮৩ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে উঠে এসেছে সেনেগাল। ফিফা র‍্যাঙ্কিংয়ে আফ্রিকা মহাদেশের দলটির ইতিহাসে এটাই সেরা র‍্যাঙ্কিং। আফকনের শিরোপা জিতে ‍+ ৫৮.৭৬ পয়েন্ট পেয়েছে আফ্রিকার নতুন চ্যাম্পিয়নরা। টুর্নামেন্টে হট ফেবারিট ছিল মরক্কো। সবশেষ কাতার বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে শেষ চারে জায়গা করে নেয় দলটি। আফকনেও তারা ছুঁটছিল দুর্দান্ত গতিতেই। ফাইনালে ব্রাহিম দিয়াজ পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ না হলে পরিস্থিতি ভিন্ন হতে পারত মরক্কোর জন্য।

ফাইনাল হারের আক্ষেপ থাকলেও ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়েছে মরক্কো। বর্তমানে আটে অবস্থান করছে তারা। যা দলটির ইতিহাসের সর্বোচ্চ র‍্যাঙ্কিং। তাদের আগের সেরা র‍্যাঙ্কিং ছিল দশম স্থান। সেনেগাল ও মরক্কো ছাড়াও আফ্রিকান দলগুলোর মধ্যে বলার মতো উন্নতি করেছে নাইজেরিয়া। সবচেয়ে বেশি ১২ ধাপ এগিয়ে ২৬ নম্বরে উঠে এসেছে সুপার ঈগলরা। মরক্কোর কাছে হেরে আফকনের সেমিফাইনাল থেকে বিদায় নেয় দলটি। এরপর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মিশরকে হারায় নাইজেরিয়া। তার প্রভাব পড়েছে র‍্যাঙ্কিংয়ে।

ফিফা প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন হয়নি বাংলাদেশের। আগের মতোই ১৮০ নম্বরে আছে জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী, রাকিব হোসেন, তপু বর্মনরা। একই অবস্থা আর্জেন্টিনা, স্পেন, ব্রাজিল, ফ্রান্সের মতো সাবেক চ্যাম্পিয়নদের। শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। সেরা পাঁচের বাকি দলগুলো হলো আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড ও ব্রাজিল। পরের স্থান দুটিতে আছে পর্তুগাল ও নেদারল্যান্ডস। তাদেরও কোনো পরিবর্তন হয়নি।

শ্রীলঙ্কার জালে ৫ গোল দিয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস

ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের নতুন দুশ্চিন্তা

‘অযৌক্তিক চাপ দিয়ে ভারতে খেলতে বাধ্য করা যাবে না’

স্বর্ণার নৈপুণ্যে বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের দ্বিতীয় জয়