হোম > খেলা

দি মারিয়াকে ঘরে ফিরতে মানা, হত্যার হুমকি দিয়ে চিঠি

৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়েছেন রোজারিওর দুই সন্তান লিওনেল মেসি ও আনহেল দি মারিয়া। এর জন্য আর্জেন্টাইনরা ভালোবাসায় সিক্ত করেছেন দুজনকে। তবে দেশকে গর্ব করার মতো উপলক্ষ এনে দেওয়ার পরও হত্যার হুমকি পেলেন মেসি ও দি মারিয়া। 

গত বছর অজ্ঞাত বন্দুকধারীরা মেসির স্ত্রী আন্তেনেলা রোকুজ্জোর পরিবারকে তাদের সুপারমার্কেটে আক্রমণ করেছিল। হুমকি দিয়েছিল মেসিকে হত্যার। এবার একই হুমকি পেলেন দি মারিয়া। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় গত সোমবার ভোরে রোজারিওতে হত্যার হুমকি পেয়েছেন এই আর্জেন্টাইন উইঙ্গার। মাদকদ্রব্য-সংক্রান্ত সহিংসতার জন্য আর্জেন্টিনার এই উত্তরাঞ্চলীয় শহরটির বেশ বদনাম আছে। 

নিজ শহরের ক্লাব রোজারিও সেন্ট্রালের হয়ে পেশাদারি ক্যারিয়ার শুরু করেন দি মারিয়া। পরে চলে যান বেনফিকায়। এরপর রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি ও জুভেন্তাস ঘুরে আবারও যোগ দিয়েছেন পর্তুগিজ ক্লাবটিতে। তবে ৩৬ বছর বয়সী তারকা ক্যারিয়ার শেষ করতে চান শৈশবের ক্লাবে। আর এমন ইচ্ছে প্রকাশের এক সপ্তাহ পরেই পেলেন মৃত্যুর হুমকি। 

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গাড়িতে এসে কিছু লোক আবাসিক এলাকায় অবস্থিত দি মারিয়ার বাড়ির সামনে একটি চিহ্ন রেখে গেছে। আর্জেন্টাইন তারকা দেশে ফিরলে মূলত এখানেই থাকেন। হুমকিদাতাদের রেখে যাওয়া কাগজে দি মারিয়ার পরিবারকে সম্বোধন করে লেখা, ‘আপনার পরিবার আনহেলকে বলবেন, রোজারিও না ফিরতে। নয়তো আমরা পরিবারের সদস্যদের একজনকে খুন করব। এমনকি পুল্লারোও (প্রাদেশিক গভর্নর) বাঁচাতে পারবেন না। আমরা এই হুমকিপত্রই ফেলে যাচ্ছি না। আমরা বুলেট এবং মৃত্যু লোককেই ফেলে যাচ্ছি।’

চট্টগ্রামের কাছে হেরে সবার আগে নোয়াখালীর বিদায়

বিপিএলের শেষে এসেই কেন অধিনায়ক বদলাল রংপুর

বিসিবির সঙ্গে কথা বলতে আসছে আইসিসির প্রতিনিধিদল, হতে পারে সমাধান

বিপিএলে সেরা বোলিংটা আজই করলেন শরীফুল

বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল আফগানিস্তান

রংপুরের অধিনায়কত্ব লিটনের কাছে কোনো ‘বোঝা’ নয়

বিপিএলের সূচি পরিবর্তনের ধকল যাবে ক্রিকেটারদের ওপর দিয়েই

ভারতকে হারালে সবচেয়ে বেশি খুশি হয় বাংলাদেশ, বলছেন মিরাজ

‘অপরিচিত নম্বর থেকে ক্রিকেটারদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে’

যখন বিয়ে করেছিলাম, সে রকম চাপ মনে হয়েছে: বিপিএল ইস্যুতে বিসিবি পরিচালক