ক্যানসার আক্রান্ত এমন অনেকে রয়েছেন, যাঁদের শরীরে কোনো ধরনের চিকিৎসাপদ্ধতি কাজ করে না। এমন রোগীদের জন্য এবার সুখবর নিয়ে এসেছেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তাঁরা এমন এক চিকিৎসাপদ্ধতি বের করেছেন, যার মাধ্যমে রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা ক্যানসার কোষকে আক্রমণ করে ধ্বংস করে দিতে পারবে।
বিবিসি বলছে, এ চিকিৎসায় পরীক্ষামূলকভাবে বেছে নেওয়া হয়েছে ১৬ জন রোগীকে। এ পদ্ধতিতে রোগ প্রতিরোধ ক্ষমতার টি-সেলকে বেছে নেওয়া হয়।
ক্যানসারের কোষ শনাক্ত করার ক্ষমতা বাড়ানো হয় টি-সেলের। এ ছাড়া দেহে এ ধরনের টি-সেল বৃদ্ধি করা হয়।
জিন যুক্ত করার প্রযুক্তি ক্রিসপার ব্যবহার করে এটি সম্ভব হয়েছে। ট্রায়ালে যাঁদের বেছে নেওয়া হয়েছে, তাঁরা কোলন, স্তন ও ফুসফুসের ক্যানসারে আক্রান্ত।
এ ধরনের চিকিৎসাপদ্ধতি কতটা কার্যকর তা এখনই বলা যাচ্ছে না। তবে গবেষকেরা বলছেন, এ পদ্ধতি বেশ ব্যয়বহুল।