হোম > বিজ্ঞান > গবেষণা

এক–তৃতীয়াংশ সেরে ওঠা রোগী মাথার সমস্যায় ভোগেন: গবেষণা

করোনাভাইরাস সৃষ্ট কোভিড–১৯ মস্তিষ্ক ও মানসিক স্বাস্থ্যেরও ক্ষতি করছে। দেখা যাচ্ছে, সেরে ওঠা ব্যক্তিদের এক তৃতীয়াংশই দীর্ঘকালীন স্নায়বিক সমস্যায় ভুগছেন। গতকাল মঙ্গলবার ল্যানচেট সাইকিয়াট্রি সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের পাঁচ লক্ষাধিক রোগীর তথ্যের ওপর ভিত্তি করে গবেষণাটি চালিয়েছেন যুক্তরাজ্যের গবেষকরা।

গবেষণায় দেখা গেছে, সেরে ওঠা ৩৪ শতাংশ রোগীকে করোনা আক্রান্ত হওয়ার পর ছয় মাস পর্যন্ত মানসিক রোগের চিকিৎসা নিতে হয়েছে। এদের মধ্যে ১৭ শতাংশ উদ্বেগজনিত সমস্যায় ভুগছেন। এছাড়া ১৪ শতাংশের মধ্যে অস্থির মেজাজের সমস্যা দেখা গেছে। 

গবেষকরা বলছেন, হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে মানসিক সমস্যার প্রবণতা বেশি দেখা গেছে। তবে যারা হাসপাতালে ভর্তি না থেকে চিকিৎসা নিয়েছেন তাদের মধ্যেও এই সমস্যা দেখা গেছে।

গবেষণা প্রতিবেদনে আরও বলা হয়, সাধারণ ফ্লুর চেয়ে করোনা থেকে সেরে ওঠার পর ৪৪ শতাংশ বেশি মানুষের স্নায়বিক ও মানসিক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। শ্বাসতন্ত্রের অন্যান্য সংক্রমণের রোগীর চেয়ে তাদের মধ্যে এমন সমস্যা দেখা দেওয়ার ঝুঁকি ১৬ শতাংশ বেশি।

এছাড়া ৫০ জনের মধ্যে একজন করোনা রোগীর ইসকেমিক স্ট্রোক (মস্তিষ্কে রক্তক্ষরণ) হয়। এর কারণে মস্তিষ্কের শিরায় রক্ত জমাট বাঁধে।

এ নিয়ে গবেষক দলের সহ-লেখক যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মানসিক রোগ বিশেষজ্ঞ ম্যাক্সিম ট্যাকুয়েট বলেন, আমাদের গবেষণা ইঙ্গিত দেয় যে, অন্যান্য ফ্লুয়ের চেয়ে করোনা আক্রান্তদের স্নায়বিক ও মানসিক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। আমাদের এখন দেখতে হবে ছয় মাস পর কী হয়।

সূত্র: বিবিসি, সিএনএন

ফ্রান্সে সমুদ্রতলে কিংবদন্তির শহর, ৭০০০ বছর আগের বিশাল প্রাচীরের সন্ধান

কৈশোর থামে বত্রিশে, বার্ধক্যের শুরু ছেষট্টির পর—চিহ্নিত হলো মস্তিষ্কের ৫ পর্যায়

প্রাণীদের প্রথম চুম্বন ২ কোটি ১০ লাখ বছর পুরোনো

৪০ হাজার বছর আগে একটি ম্যামথের জীবনের শেষ মুহূর্তের কথা জানলেন বিজ্ঞানীরা

শনির চাঁদে ‘অসম্ভব’ ঘটনা: তেল-জল মিশে যায় সেখানে

মানবমস্তিষ্ক অনুকরণে বাড়বে এআইয়ের দক্ষতা, কমবে বিদ্যুৎ খরচ: গবেষণা

বিজ্ঞানীদের আবিষ্কৃত নতুন রং ছাদের তাপমাত্রা কমাবে ৬ ডিগ্রি পর্যন্ত

গোপনে টিকে থাকার প্রতিরোধ গড়ে তুলেছে এআই: গবেষণা

যুগান্তকারী উদ্ভাবন: চোখে চিপ বসিয়ে দেখতে পাচ্ছেন দৃষ্টিহীনেরা

কোয়ান্টাম জগতের নিয়ন্ত্রণ হাতের মুঠোয় এনে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী