লন্ডন: করোনাভাইরাস প্রতিরোধে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার দুই ডোজ ৮৫–৯০ শতাংশ কার্যকর বলে জানিয়েছে যুক্তরাজ্যের পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচই)। পিএইচইর গত বৃহস্পতিবার প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
গবেষণায় বলা হয়, বিশেষজ্ঞদের একটি দল এক সপ্তাহব্যাপী এ গবেষণা চালায়। টিকা দেননি—এমন মানুষের চেয়ে অক্সফোর্ডের দুই ডোজ টিকা দিয়েছেন এমন মানুষের মধ্যে কোভিড-১৯ প্রতিরোধে টিকার ৮৯ শতাংশ কার্যকারিতা পাওয়া গেছে। একই গবেষণায় ফাইজার ও বায়োএনটেকের টিকার কার্যকারিতা পাওয়া গেছে ৯০ শতাংশ।
এ ছাড়া এ টিকার দুই ডোজ অন্যান্য ভাইরাসজনিত রোগের ক্ষেত্রেও বেশ কার্যকর। অ্যাস্ট্রাজেনেকার টিকার এমন সফলতাকে বেশ ইতিবাচক বলে মন্তব্য করেছেন ব্রিটিশ মন্ত্রী নাদিম জাহায়ি।
ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত এই টিকা বাংলাদেশেও দেওয়া হচ্ছিল। ভারত থেকে এখন পর্যন্ত টিকাটির ১ কোটি ২ লাখ ডোজ এসেছে বাংলাদেশে। ভারতে সম্প্রতি করোনা পরিস্থিতির ভয়াবহ অবনতি হওয়ায় বাংলাদেশসহ সর্বত্র টিকা রপ্তানি বন্ধ রয়েছে।