বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড থেকে রকেটের জ্বালানি তৈরির নতুন কর্মসূচি হাতে নিয়েছে স্পেসএক্স। মার্কিন এ রকেট নির্মাতা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক আজ মঙ্গলবার এক টুইটে এ ঘোষণা দিয়েছেন।
তিনি লিখেছেন, বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড সংগ্রহ এবং সেটিকে রকেটের জ্বালানিতে রূপান্তরের একটি কর্মসূচি হাতে নিয়েছে স্পেসএক্স। আগ্রহীরা যুক্ত হতে পারেন।
এর পরের টুইটেই ইলন মাস্ক বলেছেন, এটি মঙ্গলের জন্যও গুরুত্বপূর্ণ।
পরিকল্পনা অনুযায়ী, মঙ্গলের বুকেই রকেটের জ্বালানি উৎপাদন প্লান্ট স্থাপন করা হবে। ফলে সেখান থেকে ফিরে আসার জন্য জ্বালানি সংকটের কোনো আশঙ্কা থাকবে না।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার গবেষকেরা জানাচ্ছেন, মঙ্গলের বায়ুমণ্ডল গঠিত হয়েছে কার্বন ডাই অক্সাইড দিয়ে। এই বায়ুমণ্ডল থেকেই স্পেসএক্সের মহাকাশযান স্টারশিপের জ্বালানি হিসেবে উৎপাদন করা হবে মিথেন এবং তরল অক্সিজেন। এমন পরিকল্পনা নিয়েই এগোচ্ছেন ইলন মাস্ক।