হোম > বিজ্ঞান

কোভিড আক্রান্ত বয়স্কদের আলঝেইমারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি 

যেসব বয়স্ক ব্যক্তি কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন তাঁদের আলঝেইমারে আক্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকি রয়েছে। বিশেষ করে ৮৫ বছরের বেশি বয়সী নারীদের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। সম্প্রতি জার্নাল অব আলঝেইমার ডিজিজে প্রকাশিত এক গবেষণাপত্র থেকে এই তথ্য জানা গেছে। 

ওই গবেষণাপত্রে বলা হয়েছে, ৬৫ বছর বা তার চেয়েও বেশি বয়সী প্রায় ৬২ লাখ মানুষের ওপর এই গবেষণা চালানো হয়েছে। ওই ব্যক্তিরা ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে ২০২১ সালের মে মাস পর্যন্ত আলঝেইমারের চিকিৎসা নিয়েছিলেন। তাঁদের কারোরই আগে কোনো ধরনের আলঝেইমার ছিল না। দেখা গেছে, তাঁদের মধ্যে যাঁরা কোভিড-১৯ আক্রান্ত হয়েছিলেন তাঁদের আলাঝেইমারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অন্তত ৫০ থেকে ৮০ শতাংশ বেড়ে গেছে। তবে, ৮৫ বছর বা তদূর্ধ্ব বয়সী নারীদের মধ্যে এই হার আরও বেশি।

ওই গবেষণাপত্রের অন্যতম লেখক এবং পামেলা ডেভিস এই বিষয়ে বলেছেন, ‘কোভিড-১৯ আক্রান্ত হওয়ার ফলে কোনো ব্যক্তির মধ্যে আলঝেইমার বিকাশে যে কারণগুলো ভূমিকা পালন করে তা খুব এখনো স্পষ্ট বোঝা যায়নি। তবে আমরা দুটি গুরুত্বপূর্ণ কারণ খুঁজে পেয়েছি। একটি হলো অনেক আগে থেকেই আলঝেইমারের সংক্রমণ, ভাইরাল সংক্রমণ এবং মস্তিষ্কে প্রদাহের সৃষ্টি।’

পামেলা ডেভিস আরও বলেন, ‘যেহেতু সার্স–কভ–২ ভাইরাসের সঙ্গে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সঙ্গে জড়িত এবং এর ফলে স্নায়ুতন্ত্র ফুলে যাওয়াসহ নানা অস্বাভাবিকতা দেখা দেয়। আমরা যে বিষয়টি পরীক্ষা করতে চেয়েছি, তা হলো কোভিড আক্রান্ত হলে এই রোগ (আলঝেইমার) বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে।’ 

রঙ সু নামে ওই গবেষণার আরেক গবেষক জানিয়েছেন, তাদের এই গবেষণা আলঝেইমারের সঙ্গে কোভিড–১৯ এর সম্পর্ক কার্যকরভাবে জানা যাবে। তাঁরা আরও জানিয়েছেন, তাদের এই গবেষণা কোভিড–১৯ এর চিকিৎসা নিয়ে নতুন করে ভাবতে পথ দেখাবে।

জোট বেঁধে শিকার ধরতে ছুটছে কিলার হোয়েল ও ডলফিন, বিস্মিত বিজ্ঞানীরা

ফ্রান্সে সমুদ্রতলে কিংবদন্তির শহর, ৭০০০ বছর আগের বিশাল প্রাচীরের সন্ধান

পূর্বের ধারণারও সাড়ে ৩ লাখ বছর আগে মানুষের আগুন জ্বালানোর প্রমাণ মিলল

২০০ শিশুর জন্মের পর জানা গেল দাতার শুক্রাণুতে ছিল ক্যানসারের জিন

মঙ্গল গ্রহে প্রথমবারের মতো বজ্রপাত শনাক্তের দাবি

কৈশোর থামে বত্রিশে, বার্ধক্যের শুরু ছেষট্টির পর—চিহ্নিত হলো মস্তিষ্কের ৫ পর্যায়

ভূমিকম্পের পর্যায়ক্রম: ফোরশক, মেইনশক ও আফটারশক কী

প্রাণীদের প্রথম চুম্বন ২ কোটি ১০ লাখ বছর পুরোনো

১২ হাজার বছর পুরোনো মূর্তিতে বিশ্বের প্রাচীনতম পৌরাণিক গল্পের চিত্রায়ণ

৪০ হাজার বছর আগে একটি ম্যামথের জীবনের শেষ মুহূর্তের কথা জানলেন বিজ্ঞানীরা