হোম > বিজ্ঞান

আকাশগঙ্গায় ১৫ হাজার আলোকবর্ষ দূরে রহস্যময় বস্তু

আজকের পত্রিকা ডেস্ক­

বস্তুটির নাম রাখা হয়েছে ASKAP J1832-0911। ছবি: আইসিআরএআর

আমাদের আকাশগঙ্গায় ১৫ হাজার আলোকবর্ষ দূরে রহস্যময় বস্তুর সন্ধান পেলেন বিজ্ঞানীরা। বস্তুটি প্রতি ৪৪ মিনিটে একই সঙ্গে রেডিও তরঙ্গ ও এক্স-রশ্মি বিকিরণের মাধ্যমে একবার করে জ্বলে ওঠে। বিজ্ঞানীরা বলছেন, এ ধরনের ঘটনা এর আগে কখনো দেখা যায়নি।

বস্তুটির নাম রাখা হয়েছে ASKAP J1832-0911. এটি এমন এক শ্রেণির মহাজাগতিক বস্তু, যাকে বিজ্ঞানীরা বলছেন লং-পিরিয়ড ট্রান্সিয়েন্ট (এলপিটি), যা প্রতি কয়েক মিনিট বা ঘণ্টায় একবার করে সংকেত পাঠায়। এখন পর্যন্ত এমন প্রায় ১০টি বস্তু পাওয়া গেছে। তবে এই প্রথমবারের মতো কোনো এলপিটির এক্স-রশ্মির বিকিরণ ধরা পড়ল।

আবিষ্কারটি করেছে আন্তর্জাতিক গবেষকদের একটি দল, যার নেতৃত্বে আছেন অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. ঝিতেং (অ্যান্ডি) ওয়াং। তাঁরা পশ্চিম অস্ট্রেলিয়ার ‘ASKAP’ রেডিও টেলিস্কোপ ব্যবহার করে প্রথমে বস্তুটি শনাক্ত করেন। এই টেলিস্কোপ বিশাল অংশজুড়ে আকাশ পর্যবেক্ষণ করতে পারে।

কাকতালীয়ভাবে সেই সময়ে নাসার চন্দ্র এক্স-রে অবজারভেটরি-ও আকাশের একই দেবে নজর রাখছিল। ফলে বিজ্ঞানীরা একই সঙ্গে রেডিও তরঙ্গ ও এক্স-রশ্মি—দুই ধরনের সংকেতই শনাক্ত করতে সক্ষম হন।

ড. ওয়াং বলেন, ‘এক্স-রে টেলিস্কোপ আকাশের খুব অল্প অংশ পর্যবেক্ষণ করে। সেখানে ASKAP-এর বিশাল কভারেজের তুলনায়, এক্স-রে সংকেত ধরা পড়া ছিল যেন ‘তুষার গোলার মধ্যে সুচ খুঁজে পাওয়া’র মতো।’

ASKAP J1832-0911 থেকে পাওয়া এক্স-রে সংকেতের অর্থ হলো, এটি খুব বেশি শক্তিশালী। কারণ এক্স-রে তরঙ্গ রেডিও তরঙ্গের চেয়ে অনেক বেশি শক্তিসম্পন্ন। এখন গবেষকদের নতুনভাবে ব্যাখ্যা করতে হবে—একটি বস্তু কীভাবে একই সঙ্গে এত ভিন্নধর্মী দুই ধরনের তরঙ্গ উৎপন্ন করতে পারে।

এই বস্তুটির প্রকৃত পরিচয় নিয়ে গবেষকেরা কিছু অনুমান করছেন। তাদের ধারণা, এটি হতে পারে একটি ম্যাগনেটার, অর্থাৎ এক ধরনের মৃত তারা, যার চৌম্বকক্ষেত্র অত্যন্ত শক্তিশালী। আবার কেউ কেউ মনে করছেন, এটি দুটি তারার একটি জোড়া (যাকে বলা হয়—বাইনারি সিস্টেম) হতে পারে—যেখানে এক তারাটি হতে পারে ‘চুম্বকীয় শ্বেত বামন’।

তবে এসব তত্ত্বেরও পুরোপুরি ব্যাখ্যা দিতে পারছে না ASKAP J1832-0911-এর আচরণ।

প্রায় ১৫ হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত এই রহস্যময় বস্তু বিজ্ঞানীদের সামনে নতুন দিগন্ত খুলে দিয়েছে। গবেষকেরা বলছেন, মহাবিশ্বে আরও অনেক এ রকম বস্তু থাকতে পারে।

তাঁরা আশাবাদী, ভবিষ্যতের পর্যবেক্ষণ ও গবেষণায় বেরিয়ে আসবে আরও বহু রহস্যময় মহাজাগতিক বস্তু, যা হয়তো আমাদের মহাবিশ্ব সম্পর্কে নতুন তথ্য দেবে।

তথ্যসূত্র: নোরিডজ সায়েন্স

কক্ষপথে স্যাটেলাইট সংঘর্ষের ঝুঁকি নিয়ে বিজ্ঞানীদের ‘ক্র্যাশ ক্লক’ সতর্কতা

ইতালির পার্কে মিলল ২১ কোটি বছর আগের হাজার হাজার ডাইনোসরের পায়ের ছাপ

জোট বেঁধে শিকার ধরতে ছুটছে কিলার হোয়েল ও ডলফিন, বিস্মিত বিজ্ঞানীরা

ফ্রান্সে সমুদ্রতলে কিংবদন্তির শহর, ৭০০০ বছর আগের বিশাল প্রাচীরের সন্ধান

পূর্বের ধারণারও সাড়ে ৩ লাখ বছর আগে মানুষের আগুন জ্বালানোর প্রমাণ মিলল

২০০ শিশুর জন্মের পর জানা গেল দাতার শুক্রাণুতে ছিল ক্যানসারের জিন

মঙ্গল গ্রহে প্রথমবারের মতো বজ্রপাত শনাক্তের দাবি

কৈশোর থামে বত্রিশে, বার্ধক্যের শুরু ছেষট্টির পর—চিহ্নিত হলো মস্তিষ্কের ৫ পর্যায়

ভূমিকম্পের পর্যায়ক্রম: ফোরশক, মেইনশক ও আফটারশক কী

প্রাণীদের প্রথম চুম্বন ২ কোটি ১০ লাখ বছর পুরোনো