আকাশে মেঘকে ভেসে থাকতে দেখে অনেকেরই ধারণা-মেঘ নিশ্চয়ই বেশ হালকা। তবে এ ধারণা পুরোপুরি ভুল। মেঘের ওজন বরং কয়েক লাখ কেজি!
যুক্তরাষ্ট্রের সরকারি বৈজ্ঞানিক সংস্থা ইউএসজিএসের মতে, ‘কিউমুলাস’ মেঘের গড় ওজন সাড়ে ৪ লাখ কেজি পর্যন্ত হতে পারে! যদি বিশ্বের বৃহত্তম জেট বিমান (এয়ারবাস এ৩৮০) যাত্রী এবং পণ্য দিয়ে বোঝাই করা হয়, তবে সেটির ওজন এমন দাঁড়াবে।
কিউমুলাস অর্থ স্তূপ। সাধারণ আবহাওয়ায় আকাশে ভেসে থাকা যে খণ্ড খণ্ড মেঘ আমরা দেখি—এগুলোকেই কিউমুলাস মেঘ বলা হয়। এগুলোর নিচের অংশ সমতল, আর ওপরের দিকে ছোট ছোট মেঘখণ্ড স্তূপাকারে রয়েছে বলে মনে হয়— এ কারণেই এই মেঘের নাম দেওয়া হয়েছে ‘কিউমুলাস’। কিউমুলাস মেঘে সাধারণত বৃষ্টি হয় না।