ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের স্টারশিপ রকেট উৎক্ষেপণের নতুন সময় নির্ধারিত হয়েছে। আজ বৃহস্পতিবার রাত ৭টা ২৮ মিনিটে রকেটটি উৎক্ষেপণ করা হবে। উৎক্ষেপণ সফল হলে এই রকেটে করেই মঙ্গলে পাড়ি জমাবে মানুষ।
ইলন মাস্ক সবাইকে অতিরিক্ত আশাবাদী হতে নিষেধ করেছেন। কারণ, এত সুবিশাল রকেটের উৎক্ষেপণ কোনো সহজ বিষয় নয়। রকেটটির উচ্চতা ৩৯৪ ফুট বা ১২০ মিটার।
উৎক্ষেপণ সফল হলে এই রকেটটিতে একসঙ্গে ১০০ জন মানুষ মঙ্গলে পাড়ি জমাতে পারবে। ১০০ জন মানুষের বসবাসের জন্য ১০০টি কক্ষ রয়েছে এই রকেটে। মঙ্গল গ্রহে যেতে এটির সময় লাগতে পারে ছয়–সাত মাস। তবে সাম্প্রতিক গবেষণা অনুযায়ী, মাত্র তিন মাসেই রকেটটিতে করে মঙ্গলে যাওয়া সম্ভব হতে পারে।
এর আগে, বুস্টার প্রেশারাইজেশন জটিলতায় শেষ পর্যন্ত আর উৎক্ষেপণ করা হয়নি স্পেসএক্সের বানানো ইতিহাসের বৃহত্তম ও শক্তিশালী রকেট ‘স্টারশিপ’।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, টেক্সাসের বোকা চিকা থেকে স্থানীয় সময় সকাল ৯টায় উৎক্ষেপণের কথা ছিল এটির। মহাকাশযানটিতে ৩৩টি শক্তিশালী র্যাপ্টর ইঞ্জিন রয়েছে।
স্টারশিপের উৎক্ষেপণ সরাসরি দেখুন