হোম > বিজ্ঞান

আগামীকাল দেখা যাবে বিরল ‘হাইব্রিড’ সূর্যগ্রহণ

প্রযুক্তি ডেস্ক

চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ হবে আগামী ২০ এপ্রিল, বৃহস্পতিবার। এই গ্রহণের বিশেষত্বের ফলে বলা হচ্ছে হাইব্রিড সূর্যগ্রহণ। হাইব্রিড সূর্যগ্রহণ সাধারণত ১০০ বছর পরপর হলেও এবার মাত্র ১০ বছরের ব্যবধানে আবার দেখা যাচ্ছে। এর আগে ২০১৩ সালে হাইব্রিড সূর্যগ্রহণ হয়েছিল।

স্পেস ডট কমের প্রতিবেদন অনুযায়ী, প্রতি ১৮ মাস পরপর একটি পূর্ণ সূর্যগ্রহণ হয়। এই সময় সূর্যকে চাঁদ পুরোপুরি ঢেকে দেয়। সূর্যের নানা রকমের গ্রহণ হয়। কখনো আংশিক আবার কখনো পুরোপুরি ঢাকা পড়ে সূর্য, যাকে বলে পূর্ণগ্রাস। আবার কখনো বলয়গ্রাস হয়, যা ‘রিং অব ফায়ার’ হিসেবে পরিচিত। যদি তিন রকম গ্রহণ একসঙ্গে ঘটে, তাকে হাইব্রিড গ্রহণ বলা হয়।

চলতি বছর মোট চারটি গ্রহণ হবে, সেগুলোর মধ্যে দুটি চন্দ্রগ্রহণ এবং দুটি সূর্যগ্রহণ ৷ নাসা জানিয়েছে, এবারের হাইব্রিড সূর্যগ্রহণ শুধু অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলের এক্সমাউথ শহর থেকে পুরোপুরি দেখা যাবে। পুরো গ্রহণের স্থায়িত্ব হবে ১ মিনিট ১৬ সেকেন্ড।

পরবর্তী সূর্যগ্রহণটি হবে ১৪ অক্টোবর, শনিবার। ২০২৩ সালের প্রথম চন্দ্রগ্রহণ দেখা যাবে ৫ মে, ২০২৩ শুক্রবার। দ্বিতীয় চন্দ্রগ্রহণটি হবে ২৮ অক্টোবর, রোববার।

ভুলে যাওয়া যে কারণে উপকারী, ব্যাখ্যা দিলেন স্নায়ুবিদেরা

ধানের ‘ক্লোনিং’ প্রযুক্তিতে অভূতপূর্ব সাফল্য, বীজ কোম্পানির একচেটিয়া আধিপত্যের দিন শেষ

এক ফোঁটা মদ না খেয়েও মাতাল, সেই রোগের কারণ খুঁজে পেলেন গবেষকেরা

চায়নিজ একাডেমি অব সায়েন্সেসের গবেষণা: কাঁটাহীন কার্প মাছ

পৃথিবীর কেন্দ্র থেকে বেরোচ্ছে সোনা—২০২৫ সালে আরও যা জানা গেল

ভারতের প্রথম জিনগতভাবে পরিবর্তিত ভেড়া এক বছরে পা দিল, কেমন আছে সে

২০২৫ সালে যেসব ঐতিহাসিক রহস্যের সমাধান দিল বিজ্ঞান

কক্ষপথে স্যাটেলাইট সংঘর্ষের ঝুঁকি নিয়ে বিজ্ঞানীদের ‘ক্র্যাশ ক্লক’ সতর্কতা

ইতালির পার্কে মিলল ২১ কোটি বছর আগের হাজার হাজার ডাইনোসরের পায়ের ছাপ

জোট বেঁধে শিকার ধরতে ছুটছে কিলার হোয়েল ও ডলফিন, বিস্মিত বিজ্ঞানীরা